ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় গতকাল দুপুরে ১টি ছিনতাইকৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো ভ-০২-১৫৮৪) জব্দ করেছে পুলিশ। তবে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা যায়নি। দুপুর আড়াইটার দিকে গজারিয়ার বালুয়াকান্দি হাঁস পয়েন্ট নামক এলাকায় মর্নিং সান অভিজাত হোটেলের সামনে থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।
গজারিয়া থানার এসআই আপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানী থেকে একটি ছিনতাইকারী চক্র সাদা রংয়ের প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ছিনতাইকারী চক্র পালিয়ে যায়। বর্তমানে প্রাইভেট কারটি গজারিয়া থানায় রয়েছে।
মানবজমিন
Leave a Reply