সিরাজদিখানে বোরো ধানের বাম্পার ফলন

boroমুন্সীগঞ্জে ধানের বাম্পার ফলনে আনন্দ বিরাজ করছে কৃষকদের মাঝে। সিরাজদিখানের মাঠে মাঠে চলছে এখন ধান কাটার মহাউৎসব। সিরাজদিখানের ছোট শিকারপুর, বড় শিকারপুর, রাজানগর, মাঝচর, ভাড়ালিয়া, টেগোরিয়া, মির্যাকান্দা, বড়ইহাজি, শেখেরনগরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, চাহিদামতো বীজ ও সেচের ব্যবস্থা এবং কৃষকদের অক্লান্ত প্রচেষ্টায় এই উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান চাষ হয়েছে। ফলে রেকর্ড পরিমাণ ধান উৎপাদনের আশা করা হচ্ছে।

সিরাজদিখান কৃষি সম্প্রসারণ সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৭৫৬ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রার অধিক জমিতে ধান চাষ করা হয়েছে। এর মধ্যে বেশি চাষ করা হয়েছে মাঝচর এলাকায়।
boro
শেখেরনগরের চাষি মনির হোসেন জানান, এবার বোরো ধান চাষের সময় আবহাওয়া এবং পরিবেশ অনুকূলে ছিল। পোকা-মাকড়ের উপদ্রব কম ছিল। সুষম সার ব্যবহার করার কারণে এবং কৃষি বিভাগের নিবিড় তদারকি ও কৃষকদের অক্লান্ত প্রচেষ্টার ফলেই এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।

অর্থসূচক

Leave a Reply