বজ্রযোগিনীতে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে সন্ত্রাসী হামলা

hamla4মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান রাসেলের বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রসীরা। রোববার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডেকরাপাড়াস্থ রাসেলের বাড়িতে হামলা চালিয়ে তার বাড়ি ঘর ভাঙচুর করে। রাসেল ঘুম থেকে ওঠার আগেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান বাড়ির লোকজন। ভাঙচুরের শব্দে রাসেল ঘুম থেকে ওঠলে অস্ত্র উচিয়ে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে সন্ত্রাসী চলে যায়।

জানা গেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার ডেকরাপাড়া ও চুড়াইন এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বপন শেখের সাথে দীর্ঘ দিন ধরে রাসেলের বিরোধ চলে আসছে। স্বপন বাহিনী এলাকায় মাদক বিক্রিসহ জোয়ার কোট বসিয়ে দেদার ব্যবসা চালিয়ে যাওয়ায় রাসেল প্রতিরোধ করতে এগিয়ে আসলে স্বপনের সাথে এ বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে স্বপন বাহিনী রাসেলের বাড়ি ও আশপাশে কয়েক দফা হামলা চালিয়েছে। শনিবার রাতে একটি মারামারির মামলায় স্বপনের পিতা সৈদুল শেখকে তার বাড়ি থেকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে।

এ ঘটনার জের ধরেই স্বপন তার ৫-৭ জনেরন ক্যাডার বাহিনী নিয়ে রাসেরের বাড়িতে হামলা চালায় বলে জানায় ওই এলাকার প্রতক্ষদর্শীরা। রাসেল জানিয়েছে ভোর বেলা মানুষের ঘুম ভাঙ্গার আগেই স্বপন ও তার সহযোগী রিয়াজুল শেখ ৫-৭ জন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। রাসেলের চাচা আমিনুল হক ঢালী স্বপনকে পিস্তল উঁচিয়ে বাড়ির চারি দিকে চেচামেচি করে দৌড়াদৌড়ি করতে দেখেছেন বলে জানান। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় স্বপন এই এলাকার আতঙ্ক।

ডেসটিনি

Leave a Reply