খালইষ্টে ল্যাপটপ ও মোবাইলসহ ২ নারী চোর গ্রেফতার

laptop chorমুন্সীগঞ্জ শহরের খালইষ্ট এলাকায় সোমবার সন্ধ্যায় চোর সিন্ডিকেটের ২ নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২ টি ল্যাপটপ ও ২ টি মোবাইল ফোন সেট উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- সুমি আক্তার (৩২) ও মিতু আক্তার (৩১)। তাদের বাড়ি সিরাজদীখান উপজেলার চোর মর্দন গ্রামে।

ঘটনাটি শহর জুড়ে জানাজানি হলে অনেকেই মন্তব্য করেন- একেই বলে শিক্ষিত নারী। সদর থানার এসআই ফজলুর রহমান জানান, খালইষ্ট এলাকায় সোমবার সন্ধ্যা ৬ টার দিকে কলেজ শিক্ষার্থী বিপ্লব পাইকের বাড়ি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন সেট চুরি হয়।
laptop chor
ওই শিক্ষার্থীর পরিবার তাৎক্ষনিক সদর থানায় এ ঘটনা অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল উদ্ধার ও ২ নারীকে গ্রেফতার করে।

যমুনা নিউজ

Leave a Reply