মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার গ্রামে ফোজি বেগম (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে বৃদ্ধার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফোজি বেগমের স্বামীর নাম মরহুম বাবুল মিয়া। তার এক ছেলে বিদেশ ও এক ছেলে দেশে থাকেন। দুই মেয়ে বিবাহিত। বৃদ্ধা একাই থাকতেন নিজ স্বামীর বাড়িতে। রোববার রাতে ঘরের জানালার গিরিল কেটে কে বা কারা ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে বৃদ্ধার কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশিরা ঘরে ঢুকে বিছানায় তার মৃতদেহ দেখতে পায়। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা কেউ বলতে পারছে না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) ইয়ারদোস জানান, বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। রাতে জানালার গিরিল কেটে ঘরে ঢুকে কেউ তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘরের ভেতর চুরি করার মত তেমন কিছু ছিলো না। হত্যার সকল রহস্য ময়না তদন্তের পর বোঝা যাবে। এই হত্যাকাণ্ডের বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
বার্তা২৪
Leave a Reply