দেশে খুন-গুম, অপহরণ ও বিচার বর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জের লঞ্চঘাটে জেলা বিএনপির আয়োজীত সমাবেশে বক্তব্য দেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল ও প্রস্ততি সভা। সোমবার বিকালে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল শহরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস,এম জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিমের সভাপতিত্ব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সা,স, বদরুজ্জমান শ্যামল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সি,সহ সভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, শহর ছাত্রদল সভাপতি আরিফ আহম্মেদ, সহ সাধারণ সম্পাদক মো. আল-আমিন সদর থানা ছাত্র দলের সভাপতি মহসিন, এবং রামপাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন জনি প্রমুখ।
বার্তা২৪
Leave a Reply