মুন্সীগঞ্জের গজারিয়ায় আ’লীগ নেতা শামসুদ্দিন প্রধান ও ছাত্রলীগ নেতা মাহবুব আলম জোটন হত্যাকান্ডের ঘটনায় সোমবার তদন্ত শুরু হয়েছে। গজারিয়া থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, সিআইডির একটি তদন্ত টিম সোমবার বেলা ১২ টার দিকে গজারিয়ার বালুয়াকান্দিতে নিহত শামসুদ্দিন প্রধানের বাড়িতে এ তদন্ত কর্মকান্ড শুরু করেন। সিআইডির সিনিয়র এএসপি মুনসুর আলীর নেতৃত্বে তদন্ত টিমের নেতৃত্ব দেন।
এছাড়া দুপুর ২ টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা নিহত মাহবুব আলম জোটনের নিজ বাড়ি ফরাজিকান্দি গ্রামে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহন করে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ উপজেলার নির্বাচনের দিন বালুয়াকান্দি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান প্রতিপক্ষের হাতে খুন হন। তাছাড়া, ২৬ মার্চ নির্বাচননের পর ফরাজিকান্দি গ্রামে উপজেলা ছাত্রলীগের আইন-বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম জোটন হত্যাকান্ড ঘটে।
এফএনএস
Leave a Reply