মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের গজারিয়ায় বসুন্ধরা টিস্যু পেপার মিলের স্টাফ বাসের ধাক্কায় একটি কাভার্ড ভ্যানের হেলপার মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বালুয়াকান্দি এলাকায় ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জানাতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কাভার্ড ভ্যানটি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল ১০টার দিকে বিপরীত থেকে আসা স্টাফ বাসটি কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় হেলপার।
তিনি জানান, হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে; লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply