প্রকল্পে নিয়োগের নামে সেনাসদস্য হাদিউলের পকেটে কোটি টাকা

padma1পদ্মা সেতু
পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের নামে কটিয়াদীতে হাদিউল ইসলাম নামে এক সেনাসদস্য প্রায় কোটি টাকা আদায় করেছেন। চাকরির আশ্বাস দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের যুবকদের কাছ থেকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে আদায় করলেও বৃহস্পতিবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পর চাকরিপ্রত্যাশীদের মধ্যে হতাশা নেমে এসেছে।

বৃহস্পতিবার মুন্সীগঞ্জের মাওয়া রেস্ট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় যোগাযোগমন্ত্রী বলেন, একটি দুষ্টচক্র সরকারকে বেকায়দায় ফেলতে পদ্মা সেতু প্রকল্পে লোক নিয়োগের বিভ্রান্তি ছড়াচ্ছে। লোক নিয়োগের নামে ফরম বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের হাতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। পদ্মা সেতু প্রকল্পে সেতু বিভাগ কোন লোক নিয়োগ করছে না বলেও যোগাযোগমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। তবে টাকা আদায়কারী সেনাসদস্য হাদিউল ইসলাম বলেন, ‘যাদের কাছ থেকে টাকা নেয়া হয়েছে, তাদের ২রা জুন থেকে ধাপে ধাপে কর্মস্থলে পাঠানো হবে।’ চাকরিপ্রত্যাশী কয়েকজন যুবকের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতু প্রকল্পে চাকরির জন্য তারা হাদিউল ইসলামকে ৫০ হাজার করে টাকা দিয়েছেন। এ জন্য তাদের অভিভাবকদের কেউ দীর্ঘদিনের সঞ্চয়, কেউ ধারকর্জ করে আবার কেউ জমিজমা বিক্রি করে টাকা জোগাড় করেছেন। এখন চাকরির অনিশ্চয়তার বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। সেনাসদস্য হাদিউল ইসলামের বাড়ি কটিয়াদী উপজেলার মসুয়া তাতারকান্দা গ্রামে।

কটিয়াদী উপজেলার আচমিতা গ্রামের একজন অভিভাবক জানান, তার ছোট দুই ভাই এবং পার্শ্ববর্তী হগড়েকোনা গ্রামসহ বিভিন্ন গ্রামের অনেকের কাছ থেকে হাদিউল ইসলাম ৫০ হাজার টাকা করে নিয়েছেন। হাদিউল ইসলাম সবাইকে আশ্বাস দিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পে তিনি যুবকদের মাসিক ২০ হাজার টাকা বেতনে শ্রমিকের চাকরি দেবেন। এ ছাড়া ৪ ঘণ্টা ওভারটাইমের জন্য তারা আরও ১০ হাজার করে টাকা পাবেন। লোক নিয়োগের অংশ হিসেবে তাদের কাছ থেকে নেয়া ৫০ হাজার টাকা দিয়ে যুবকদের নামে বীমা করাসহ তাদের চিকিৎসাসেবা দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন। ওই অভিভাবক জানান, কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকায় মাসখানেক আগে মাইকে প্রচার করা হয়, ২০ হাজার টাকা মাসিক বেতনে পদ্মা সেতু প্রকল্পে শ্রমিক নিয়োগ করা হবে। এর পরই হাদিউল ইসলাম বিভিন্ন অভিভাবকের সঙ্গে যোগাযোগ করলে অনেকেই ৫০ হাজার টাকা করে দিয়েছেন। এ উপজেলা থেকে অন্তত ২০০ যুবক হাদিউল ইসলামের কাছে টাকা দিয়েছেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে হাদিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাসদস্য হিসেবে কর্মরত আছেন বলে জানান। তিনি জানান, সেনাবাহিনীতে তার চাকরি ৯ বছর হয়েছে। তার পিতার নাম আবদুল মান্নান। চাকরির কথা বলে যুবকদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে নেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘মোনায়েম গ্রুপ’ নামে একটি প্রতিষ্ঠান পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে শ্রমিক সরবরাহের দায়িত্ব পেয়েছেন। আবদুস সালাম নামে মোনায়েম গ্রুপের এক কর্মকর্তার সঙ্গে হাদিউল ইসলামের ভগ্নিপতি ব্রাহ্মণবাড়িয়ার জাকির মোল্লার বন্ধুত্ব রয়েছে। সে সুবাদে আবদুস সালাম কিছু শ্রমিক জাকির মোল্লাকে সরবরাহের দায়িত্ব দিয়েছেন। ভগ্নিপতি জাকির মোল্লাকে সহায়তা করার জন্যই হাদিউল তার নিজ উপজেলার বিভিন্ন গ্রামের ১৫০ জন যুবকের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নিয়েছেন।

তিনি বলেন, ৫০ হাজার টাকার মধ্যে ২৫ হাজার টাকা নিয়োগদাতা কোম্পানি পাবে এবং বাকি ২৫ হাজার টাকা শ্রমিকদের বীমা এবং চিকিৎসাসেবার জন্য নেয়া হয়েছে। প্রত্যেক শ্রমিক মাসে ২০ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া ৮ ঘণ্টা কাজের বাইরে ৪ ঘণ্টা ওভারটাইমের জন্য পাবেন আরও ১০ হাজার টাকা। কাজ শেষে বাড়ি চলে যাওয়ার সময় তাদের মুনাফাসহ বীমার টাকা ফেরত দেয়া হবে বলেও হাদিউল জানান। সেনাসদস্য হাদিউল জানান, শ্রমিকদের কর্মস্থলে পাঠানোর জন্য তিনি বর্তমানে বাড়িতে রয়েছেন। হাদিউল ইসলাম আরও জানান, জেলার অন্যান্য উপজেলা থেকেও ‘মোনায়েম গ্রুপ’ বিভিন্নজনের মাধ্যমে লোক নিয়োগ করছে। তবে অন্য উপজেলায় কারা লোক নিয়োগ করছে তাদের সম্পর্কে তিনি কোন তথ্য দিতে পারেননি।

স্থানীয়রা জানান, জাকির মোল্লা হাদিউলের চাচা তারা মিয়া খলিফার জামাই। তার নাম ব্যবহার করে সেনাসদস্য হাদিউল ইসলাম যুবকদের কাছ থেকে টাকা আদায় করেছেন।

কটিয়াদী থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

মানবজমিন

Leave a Reply