বিভাগীয় ফুটবলে উৎসব আমেজ মুন্সীগঞ্জ ২- টাঙ্গাইল ১

bivagioFootballমুন্সীগঞ্জে বিভাগীয় ফুটবলের উদ্বোধন
মুন্সীগঞ্জ স্টেডিয়ামে শুক্রবার বিকালে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় স্বাগতিক মুন্সীগঞ্জ জেলা একাদশ জয় পেয়েছে। তার ২-১ গেলে টাঙ্গাইল জেলা একাদশকে হারিয়ে দেয়। তিনি গোলই হয় প্রথমার্ধে। ১৪ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩২ মিনিটে নাইজেরিয়ান খোলোয়ার মাইকের গোলে ব্যবধান বাড়ে। তবে ২ মিনিট পরেই টাঙ্গাইলের নাইজেরিয়ান খোলোয়ার ক্যাস্টা ব্যবধান কমান।

এর আগে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।

সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান। উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হান্নান, পর্যটন মন্ত্রালয়ের যুগ্ম সচিব ও প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জান্তিক বিমানবন্দর পকল্পের প্রকল্প পরিচালক জয়নাল আবেদনী তালুকদার, ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, ঢাকার জেলা প্রশাসক শেখ ইসুফ হারুন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, গাজীপুর জেলা প্রশাসক নুরুলই ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রশাসক এসএম আলম, মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ।

এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব সওদাগর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাগরিকা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম সরকার, এডিএম একেএম শওকত আলম মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমানগনি তালুকদার, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, জেলার সকল ইউএনও, বিভাগীয় ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসি, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সভাপতি মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, সহসভাপতি রাসেল মাহমুদ, কোষাধ্যক্ষ বাছির উদ্দিন জুয়েল প্রমুখ।

এতে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। টুর্নামেন্টকে ঘিরে মফস্বল শহর মুন্সীগঞ্জে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। স্বাগতিক দল জয় পাওয়ায় এই আনন্দ আরও ব্যাপক আকার ধারণ করে। বাদ্য বাজনা আর শ্লোগানে মুখরিত হয় স্টেডিয়াম। এছাড়া টুর্নামেন্টের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী নানা স্থাপনার ছবি দিয়ে সাজানো হয় স্টেডিয়াম ও গুরুত্বপূর্ণ সড়ক। আসন্ন বিশ্বকাপ ফুটবলের আগ মুহুর্তে এই টুর্নামেন্ট এখানে ভিন্ন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানের শুরুতেই দেশজ গানের সাথে নৃত্য নাচিয়ে তোলে ক্রীড়ামোদীদের। ভেন্যু চেয়ারম্যান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, মফস্বলে ফুটবলের প্রসারে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আয়োজনটি ব্যাপকভাবে করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় উদ্বোধনী অনুষ্ঠানে। আগামী ২ জুন মুন্সীগঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক মুন্সীগঞ্জ মানিকগঞ্জ জেলা একাদশের মোকাবিলা করবে।
bivagioFootball

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply