অর্ধ কোটি টাকার মালামাল লুট
আরিফ হোসেন: শ্রীনগরে একই রাতে ১৪ বাড়িতে গন ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার আটপাড়া, কুকুটিয়া ও হাসাড়াঁ ইউনিয়নের চারটি গ্রামের ১৪ টি বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলগুলো একের পর এক ডাকাতি করে প্রায় পঞ্চাশ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষাধিক টাকাসহ প্রায় পয়তাল্লিশ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
এদের মধ্যে অটপাড়া ইউনিয়নেই দশ বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ঐ ইউনিয়নের চার বাড়িতে আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবেশ করেছে বলে বাড়ির মালিকরা অভিযোগ করেন। বাড়ির মালিক ও পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার রাত একটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের পিয়ার আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বড়ির লোকজনদের জিম্মি করে ৭ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয়।
রাত ২টা থেকে ৩টার মধ্যে কুকুটিয়া ইউনিয়নের পূবর্ মুন্সীয়া গ্রামের আলাল মাষ্টার, ইউনুছ মিস্ত্রি ও আনোয়ার শেখের বাড়ির তিনটি বিল্ডিংয়ে পর পর কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ২৫/৩০ জনের ডাকাত দল কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে আলাল মাষ্টারের ৮ ভড়ি স্বর্ণ ১০ হাজার টাকা, ইউনুছ মিস্ত্রির ৩ ভড়ি স্বর্ণ ৫ হাজার টাকা, আনোয়ার শেখের বাড়ি থেকে ৪ ভড়ি স্বর্ণ ও ২০ হাজার টাকা লুটে নেয়।
রাত ৩ টার দিকে আটপাড়া ইউনিয়নের পশ্চিম আটপাড়া গ্রামের শফিকুল ইসলাম, আরফান, বাতেন ও বোরহানের ঘরের দরজা ভেঙ্গে ২০/২৫ জনের ডাকাত দল ঘরের মহিলাদের ধর্ষনের ভয় ও শিশুদের মাথায় পিস্তল ঠেকিয়ে শফিকুলের ঘর থেকে ৩ ভড়ি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা, আরফানের ঘর থেকে ৬ ভড়ি স্বর্ণালংকার ১০ হাজার টাকা, বোরহানের ঘর থেকে দেড় ভড়ি স্বর্ণালংকার ৩ হাজার টাকা লুটে নেয়।
ডাকাত দল এসময় বোরহান ও শফিকুলকে বেদম মারধর করে। এতে বোরহানের পা ভেঙ্গে যায় ও শফিকুলের মেরুদন্ডের হার ফেটে যায়। তাদের চিৎকারে গ্রামের লোকজন ও টহলরত পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল ককটেল নিক্ষেপ ও তিন রাউন্ড ফাকা ছুড়ে পালিয়ে যায়।
এঘটনার আধঘন্টা পর পশ্চিম আটপাড়া থেকে এক কিলোমিটার দূরে একই ইউনিয়নের পালের বাড়ি গ্রামের মালয়েশীয়া প্রবাসী জুয়েল, সৌদিআরব প্রবাসী আ: করিম, ব্যবসায়ী আজিজুল ও মোকাজ্জলের বাড়িতে হানা দেয় ডাকাত দল। তারা একই কায়দায় ঘরের দরজা ভেঙ্গে জুয়েলের বাড়ি থেকে ৫ ভড়ি স্বর্ণালংকার, ৪৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়।
পরে আ: করিমের বাড়ি থেকে ৩ লাখ টাকা, ৫ ভড়ি স্বর্ণালংকার, আজিজুলের ২ ভড়ি স্বর্ণালংকার ২০ হাজার টাকা, মোকাজ্জলের ১ ভড়ি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুটে নেয়।
এর কিছুক্ষন পর পালেরবাড়ি থেকে আধ কিলোমিটার পূর্বদিকে বেলতলী গ্রামের সৌদিআরব প্রবাসী মোতাহার হোসেন সেলিম ও কুদ্দুস মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ২০/২৫ জনের ডাকাত দলটি প্রথমে কুদ্দুস মোল্লার ঘরের দরজা ভেঙ্গে ২ ভড়ি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট লুটে নেয়।
পরে তারা মোতাহারের বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়ির লোকজনদের একটি কক্ষে আটকে ৮ ভড়ি স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পুলিশ গতকাল রবিবার দুপুরে হাসাড়ঁগাও এলাকার একটি পাট ক্ষেত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত এক বস্তা দেশীয় অস্ত্রশস্ত্র ও গ্রীল ভাঙ্গার কাটার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে হাসান (৪০), সাজেদুল (৩০), লিয়ন (২২), বেলায়েত (৩২) নামে ৪ জনকে আটক করেছে।
Leave a Reply