অনলাইনে মোবাইল কোর্ট পরিচালনায় কর্মশালা

governmentমুন্সীগঞ্জে অনলাইনে মোবাইল কোর্ট পরিচালনার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ‘মোবাইল কোর্ট ব্যবস্থাপনা সিস্টেম সংক্রান্ত’ দিনব্যাপী কর্মশালা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব এম বজলুল করিম চৌধুরী।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন এডিসি (সার্বিক) সাগরিকা নাসরিন, এডিসি (রাজস্ব) নজরুল ইসলাম সরকার ও এডিএম একেএম শওকত আলম মজুমদার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় এডিসি, এডিএম, ইউএনও, এসি ল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) ও পেশকারসহ ৩০ সদস্য এই প্রশিক্ষন গ্রহন করেন।

এতে অনলাইলেন অভিযোগ গ্রহন এবং ইন্টারনেট কানেকশনসহ কম্পিউটার নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অপরাধ অনলাইনে এন্টি করে চার্জ গঠন এবং আদেশ দেয়াসহ মোবাইল কোর্ট পরিচালনার নানাবিধ বিষয় তুলে ধরা হয় এই কর্মশালায়। আয়োজকরা জানিয়েছেন, খুব শিঘ্রই প্রযুক্তি ব্যবহার করে মোবাইল কোর্টের মাধ্যমে আইন কার্যকর করা হবে। এতে মানুষ দ্রুত সেবা পাবে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply