আরিফ হোসেন: শ্রীনগরে অগ্নিকান্ডে ঘূমন্ত অবস্থায় ওমর ফারুক নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব শত্র“তার জের ধরে ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ করে নাশকতামূলক ভাবে আগুন দেওয়া হয়েছে বলে দাবী করছেন ওমর ফারুকের বাবা শাহ আলম শেখ।
গত রবিবার রাত দশটার দিকে উপজেলার জগন্নাথ পট্রি গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম শেখের স্ত্রী পারুল বেগম (৪০) জানান, রাত সাড়ে নয়টার দিকে তার চার ছেলে আয়াত (১২), সিফাত (১০), ওমর ফারুক (৮) নায়ক (৬) কে নিয়ে কাঠের তৈরি দোতলা ঘরের উপড় তলায় শুয়ে পড়েন। কিছুক্ষন পর আগুনের লেলিহান শিখা দেখে তিনি তার তিন সন্তানকে নিয়ে দৌড়ে নিচে নেমে আসেন।
এসময় ঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে তাকে ও তার তিন ছেলেকে উদ্ধার করতে পারলেও তার অপর ছেলে ওমর ফারুক ঘুমিয়ে থাকার কারণে আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। শ্রীনগর থেকে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই প্রায় সাড়ে আট লাখ টাকা ব্যায়ে নির্মিত শাহ আলম শেখের ঘরটি পনের মিনিটের মধ্যে সম্পূর্ণ পুড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক সংযোগ বিহীন বৃষ্টির মধ্যে আগুনে দোতলা একটি ঘর চারদিকে থেকে এত দ্রুত পুড়ে যাওয়ায় ঘটনাটি নাশকতামূলক বলে ধারণা করা হচ্ছে।
পারুল বেগম জানান, অনেক দিন ধরে তাদের সাথে পার্শ্ববর্তী বাড়ির মতির সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। এর সূত্র ধরে স্থানীয় কাজল মাদবর, মতি, শহিদুল, বজলু, খালেক ফকির ও ছালিম মুন্সী সিন্ডিকেট করে তাদের ঘরে আগুন দিয়েছে বলে তিনি দাবী করেন। তাদেরকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
এব্যাপারে কাজল মাদবর ও মতির সাথে যোগাযোগ করা হরে তারা জানান, স্থানীয় চেয়ারম্যান জমি সংক্রান্ত বিরোধটি মিমাংসা করে দিয়েছেন। তাছাড়া শাহ আলম শেখের সাথে তাদের কোন বিরোধ নেই। তার ঘরে কে বা কাহারা আগুন দিয়েছে তাও তারা জানেন না। বরং তারা আগুন নিভানোর জন্য ঐ বাড়িতে গিয়েছিলেন বলে দাবী করেণ।
পুলিশ ওমর ফারুকের লাশের ধ্বংসাবশেষ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
Leave a Reply