ইছামতি নদীর বালু তোলার প্রতিবাদ

ichamotiManavইছামতি নদী থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ। শুক্রবার দুপুরে শেখরনগর সেতুর উপরে গ্রাম রক্ষা কমিটির ব্যানারে এ মানববন্ধনে শেখরনগর, আলমপুর, ঘনশ্যামপুর, দক্ষিণ শেখরনগর ও গোপালপুর গ্রামের কয়েকহাজার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধন শেষে শেখরনগর সেতুর উপর একটি সমাবেশ করেন তারা।

সমাবেশে শেখরনগর দক্ষিণহাটী গ্রামের সাধন হালদার, রুপকন্যা হালদার, ঘনশ্যামপুর গ্রামের মো. জাকির হোসেন বলেন, নদী থেকে বালু তোলার ফলে তাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে। ভুমি দস্যুদের এ বালু তোলা বন্ধ না করলে তাদের রাস্তায় থাকতে হবে।
ichamotiManav
তাদের অভিযোগ, নিজেদের প্রকল্প ভরাট করতে পরিকল্পিতভাবে এই বিপর্যয়কর অবস্থার সৃষ্টি করছে।

সিরাজদিখান থানার ওসি আবুল বাশার জানান, বিআইডব্লিউটিএ তাদের নির্ধারিত জায়গা থেকে সরকারিভাবে ইছামতি নদী থেকে বালু উত্তোলন করছে।

এ কারণে মানববন্ধনের বিষয় সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

বিডিনিউজ

Leave a Reply