শ্রীনগরে ফের চার বাড়িতে ডাকাতি : গুলিবিদ্ধসহ আহত ৩

dakati2আরিফ হোসেন: শ্রীনগরে একই রাতে ১৪ বাড়িতে ডাকাতির পর এক সপ্তাহের ব্যবধানে ফের ৪ বাড়িতে ডাকাতি হয়েছে। শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার হাসাড়া গ্রামের মাঝি পাড়া এলাকায় এঘটনা ঘটে। ডাকাতির সময় ডাকাতরা গুলিবর্ষণ ও বাড়ির লোকজনদের ব্যাপক মারধর করে। এতে জাকির নামে এক যুবক পায়ে গুলিবিদ্ধ হয়।

জাকির, আবুসাঈদ ও তার স্ত্রী রুনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। এলাকাবাসী জানায়, রাত দুইটার দিকে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হাসাড়া মাঝিপাড়ায় ঢুকে একে একে দুদু মাঝি, মোতালেব, বাতেন ও আহম্মদ আলীর বাড়িতে ডাকাতি করে।

ডাকাত দলটি প্রথমে দুদু মাঝির বাড়িতে গিয়ে তার সিঙ্গাপুর প্রবাসী তিন ছেলের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে মুখে তুলা গুজে স্কষ্টেপ দিয়ে আটকে দিয়ে উনিশ ভড়ি স্বর্ণালংকার ও নগদ প্রায় দুইলাখ টাকা লুটে নেয়।

এসময় দুদু মাঝির ছেলে আবু সাঈদ ও তার স্ত্রী রুনা আক্তার চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল তাদেরকে মারধর করে এবং রুনার মাথার চুল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে তারা মোতালেব খালাসির বাড়িতে গিয়ে সাত ভড়ি স্বর্ণালংকার, বাতেন খালাসীর বাড়ি থেকে নগদ পচিশ হাজার টাকা ও আহাম্মদ আলীর বাড়ী থেকে চার ভড়ি স্বর্ণালংকার ও নগদ বিশ হাজার টাকা লুটে নেয়। এসময় ডাকাতরা আহাম্মদ আলীর ভাতিজা জাকিরের পায়ে শর্টগান দিয়ে গুলি করে।

Leave a Reply