বিধবা হামিদা বিহারী ক্যাম্পে আশ্রিত!

hamidakHatunবিধবা হামিদা খাতুন ঘর-বাড়ী হারিয়ে সন্ত্রাসীদের ভয়ে মেয়ে জেসমিন আক্তারকে নিয়ে এখন ঢাকার মোহাম্মদপুরস্থ পাকিস্তানী জেনেভা বিহারী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে গিয়ে সহযোগিতা না পাওয়ায় উপায়ন্তর না দেখে হামিদা খাতুন একজন বাংলাদেশী হয়েও বিহারী ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তার ছেলে সোহেল আহম্মেদ (২৭) ও প্রানের ভয়ে নিজের জীবন বাঁচানোর জন্য নিরুদ্দেশ।

হামিদা খাতুন জানান, গত ১৯ জানুয়ারি বিকাল চার দিকে স্থানীয় সন্ত্রাসীর জুলহাস ব্যাপরী ও আনোয়ার ব্যাপারী সহ অজ্ঞাত নামা ৭/৮ জন সন্ত্রাসীরা মিলে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘরা গ্রামে বিধবা হামিদা খাতুনের ঘর-বাড়ি ভাংচুর করেন। এছাড়া ছেলে সোহেল আহম্মেদকে হত্যার জন্য সন্ত্রাসীরা খোঁজ করতে থাকে। হামিদা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর এবং হত্যার হুমকি দেয়। অভিযোগে আরো জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘ দিন ধরে সন্ত্রাসীরা তাদেরকে বার বার বিভিন্নভাবে মারধর, নির্যাতন, হয়রানী ও প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় তিনি ২০ জানুয়ারী সন্ধ্যায় শ্রীনগর থানায় একটি সাধারণ ডাইরী লিপিবদ্ধ করেন। শ্রীনগর থানার সাধারণ ডাইরী ৮১৫।
hamidakHatun
হামিদা খাতুন আরো জানান, গত ২ ফ্রেবুয়ারী রাত ১০ টার দিকে তার ছোট মেয়ে শিমুল আক্তারের বাড়িতে আগুন দেয় জুলহাস ব্যাপরী ও আনোয়ার ব্যাপারী সহ অজ্ঞাত নামা সন্ত্রাসীরা। এতে শিমুলের দুই বছরের ছেলে আরোশের মুখমন্ডল পুড়ে যায়। ৩ ফেব্রুয়ারী শিমুল আরোশকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোশ সম্পূর্ন আরোগ্য লাভ করে।

এরপর ওই সন্ত্রাসীরা গত ১১ ফেব্রুয়ারী তার বড় মেয়ে জেসমিন আক্তারকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সন্ত্রাসীরা হামিদা খাতুনকে থানায় দায়ের করা সাধারাণ ডাইরী তুলে নেওয়া প্রস্তাব দেয়। তার মেয়েকে ফেরত দেওয়ার শর্তে। পরে নিরুপায় হয়ে হামিদা খাতুন তার দায়ের করা সাধারণ ডাইরী তুলে নিতে বাধ্য হন। হামিদা খাতুনের প্রশ্ন: আদৌও কি তিনি ফিরে পাবেন তার ঘর-বাড়ি ও তার পরিবারের উপর ঘটে যাওয়া নির্যাতনের বিচার? জানতে চাইলে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে আপনাকে বিস্তারিত বলতে পারব।

বিডিলাইভ২৪

Leave a Reply