৭ জেলায় আ.লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা : ২১ জুন মুন্সিগঞ্জ

balসাত সাংগঠনিক জেলায় কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আওয়ামী লীগ। জেলাগুলো হলো- মুন্সিগঞ্জ, বরগুনা, পটুয়াখালী, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, খুলনা মহানগর এবং রাজশাহী মহানগর।

রবিবার বিকাল ৫টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সভায় এ সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২১ জুন মুন্সিগঞ্জ, ২৬ জুন বরগুনা, ২৭ জুন পটুয়াখালী, ২৮ জুন কিশোরগঞ্জ, ১২ জুলাই ঠাকুরগাঁও, ১৫ জুলাই খুলনা মহানগর এবং ১৯ জুলাই রাজশাহী মহানগরের কাউন্সিলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মামুন স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস

One Response

Write a Comment»
  1. বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতাদের কয়েকজন সমকালকে জানিয়েছেন, মুন্সীগঞ্জ জেলার একজন নেতা দাম্ভিকতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে বৈঠকে বলা হয়েছে। ওই নেতা নিজেই আগামী ২১ জুন জেলা সম্মেলন নির্ধারণ করেছেন। এই সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় কোনো নেতা এমনকি সাধারণ সম্পাদক পর্যন্ত জানেন না। রেওয়াজ অনুযায়ী, দলের সাধারণ সম্পাদকের জেলা সম্মেলন উদ্বোধনের কথা। এ ক্ষেত্রে নাম উচ্চারণ না করে পরোক্ষভাবে মুন্সীগঞ্জ জেলার সভাপতি মহিউদ্দিন আহমেদকে দোষারোপ করা হয়েছে।

Leave a Reply