কথিত অপহরণের তিন দিন পর মুন্সীগঞ্জের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, শনিবার অপহৃত হন মুন্সীগঞ্জের সরকারি হরঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্রী আফরোজা আক্তার শান্তা (২১)।
সোমবার সন্ধ্যায় জেলা শহরের জেনারেল হাসপাতালের সামনে তার লাশ পায় পুলিশ।
শান্তার স্বজনরা এ ঘটনার জন্য দায়ী করছেন শান্তার কথিত প্রেমিক শিক্ষানবিশ আইনজীবী নাজমুল হাসানকে।
এ ঘটনায় শান্তার বাবা বিটিভির হিসাবরক্ষক মো. আসাদুল্লাহ মাদবর একটি মামলা করেছেন, যেখানে নাজমুল হাসান, তার বাবা মুন্সীগঞ্জ আদালতের পেশকার আব্দুস সাত্তার মোল্লা ও খালু আলী আহমদ বিপ্লবসহ অজ্ঞাত পরিচয় ২/৩ জনকে আসামি করা হয়।
এদের মধ্যে আলী আহমদ বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে হরগঙ্গা কলেজের পাশে কোচিং করে বাসায় ফেরার পথে শান্তা নিখোঁজ হন। তবে বিষয়টি পরিবারের সদস্যরা পুলিশকে জানায়নি।
আটক বিপ্লবের বরাত দিয়ে ওসি জানান, নাজমুল ইসলাম শনিবার শান্তাকে ঢাকার সাভারে নিয়ে রাখে। সোমবার বিকাল পৌনে ৩টায় শান্তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া, সেখানে শান্তার মারা যাওয়া এবং সেখান থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ ছেড়ে দেয়ার বিষয়টি খুবই রহস্যজনক বলে মনে করছেন ওসি।
ওসি শহিদুল আরো জানান, সাভার থেকে ভাড়া করা এ্যাম্বুলেন্সে করে শান্তার লাশ নিয়ে আসা হয়। এ্যাম্বুলেন্সে করে এসে নাজমুল ইসলাম মুক্তারপুর এলাকায় নেমে যায়। তবে নাজমুলের খালু আলী আহম্মদ রয়ে যান।
লাশবাহী এ্যাম্বুলেন্সটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এলে পুলিশ আলী আহম্মদ ও অ্যাম্বুলেন্স চালককে আটক করে।
সুরতহাল রিপোর্টের সময় উপস্থিত থাকা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, গলায় আঘাত রয়েছে এবং মুখ ও নাক দিয়ে লালা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে শ্বাসরোধজনিত কারণে মৃত্যু হতে পারে।
শান্তার মা মমতাজ বেগম ও বাবা মো. আসাদুল্লাহ মাদবরের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে শান্তা সবার ছোট।
শহরের রনছ রহিতপুর মাদবর বাড়ি জামে মসজিতে জানাজা শেষে কাটাখালী কবরস্থানে বিকাল ৩টায় শান্তার লাশ দাফন করা হয়।
বিডিনিউজ
======
প্রেমের বলি শান্তা: মামলা দায়ের
প্রেমের ফাঁদে ফেলে হত্যার অভিযোগে মুন্সীগঞ্জ থানায় নাজমুল হাসানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে শান্তার বাবা আশাদুল্লাহ মাদবর। অন্য আসামিরা হলেন-নাজমুল হাসানের বাবা আব্দুস সাত্তার ও খালু আলী আহাম্মদ। নাজমুলের বাড়ি মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ায়।
মঙ্গলবার দুপুরে শান্তার বাবা বাদি হয়ে মুন্সীগঞ্জ থানায় নাজমুলসহ তিনজনের নামে শাসরুদ্ধকরে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছন। নাজমুলের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে।
মঙ্গলবার সাড়ে ১২টার দিকে শান্তার মরদেহের ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই এক বোনের মধ্যে শান্তা সবার ছোট। মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান ৩য় বর্ষের ছাত্রী সে।
শান্তার আত্মীয় সাইফুল সামাদ বিন শুভ্র জানান, নাজমুলের সাথে শান্তার প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে নাজমুলের বাবা মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজের পেশকার আব্দুস ছাত্তারের সাথে পারিবারিক আলোচনা করেছিলেন শান্তার বাবা। কিন্তু তারা এই সম্পর্ক মেনে না নেওয়ায় আগামি ২০ জুন এক ডাক্তারের সাথে শান্তার বিয়ে ঠিক হয়। নাজমুলের সাথে দেখা করতে গত দুই দিন আগে শান্তা তার বাড়িতে যাই। এরপর সে আর ফিরে আসেনি।
তিনি বলেন, ফিরে না আসায় শান্তার পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছিল। গতকাল শান্তার মরদেহ পাওয়ার পর থেকে মামলা না করার জন্যও নাজমুলের পরিবার হুমকি দেয়।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, গলায় আঘাত রয়েছে এবং মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
শান্তার বড় ভাই বিজিএমই’র মালিবাগ স্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড সুপার ভাইজার মো. মাহফজুল্লাহ পিয়াল বলেন, আমার বোনকে অপহরণ করে নাজমুল হত্যা করেছে। আমরা হত্যাকারীদের বিচার চাই।
তিনি বলেন, অপহরণের পর শান্তার মোবাইল বন্ধ রেখেছিল অপহরণকারীরা। এরপর তার সাথে যোগাযোগ করা যায়নি।
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শনিবার সকালে হরগঙ্গা কলেজের পাশে শিক্ষকের বাসায় কোচিং করে বাসায় ফেরার পথে শান্তা নিখোঁজ হয়। প্রেমের সম্পর্ক থাকায় নাজমুল শান্তাকে ঢাকার সাভারে নিয়ে রেখেছিল।
উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্স থেকে কলেজ ছাত্রী আফরোজা আক্তার শান্তার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় অ্যাম্বুলেন্স ড্রাইভারসহ দুই জনকে আটক করা হয়।
অর্থসূচক
======
সাভারে কলেজছাত্রীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে মামলা
অপহরণের পর মুন্সীগঞ্জের কলেজছাত্রী আফরোজা আক্তার শান্তাকে (২২) শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে প্রেমিক নাজমুল হাসান।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে কলেজছাত্রীর বাবা আসাদুল্লাহ মাদবর বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন- প্রেমিক নাজমুল হাসান, তার বাবা আব্দুস সাত্তার ও খালু আলী আহাম্মদ। তাদের বাড়ি শহরের মাঠপাড়া এলাকায়।
এদিকে, হত্যার পর সোমবার সন্ধ্যায় সাভার থেকে অ্যাম্বুলেন্সযোগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শান্তার লাশ নিয়ে আসার পর পুলিশ অ্যাম্বুলেন্স চালক জিয়াউল ইসলাম ও আলী আহাম্মদ নামে দুইজনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, কলেজছাত্রীর লাশ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জুবলী রোডস্থ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে হত্যাকারীদের ফাঁসি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
পরে দুপুরে পৌরসভার রনছ রুহিতপুর এলাকায় নামাজে জানাজা শেষে কলেজছাত্রী শান্তার লাশ কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত আফরোজা আক্তার শান্তা মুন্সীগঞ্জ পৌরসভার রনছ রুহিতপুর গ্রামের আসাদুল্লাহ মাদবরের মেয়ে এবং সরকারি হরগঙ্গা কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন সকালে প্রাইভেট করার কথা বলে কলেজছাত্রী আফরোজা আক্তার শান্তা মুন্সীগঞ্জ শহরের নিজ বাড়ি থেকে বের হলে শহরের মাঠপাড়া এলাকার প্রেমিক নাজমুল হাসান কৌশলে শান্তাকে নিয়ে পালিয়ে যান।
এর দুইদিন পর সোমবার বিকেল ৪টার দিকে শান্তা মারা গেছেন, তার লাশ মুন্সীগঞ্জ হাসপাতালে নেওয়া হচ্ছে এমন কথা প্রেমিক নাজমুল মোবাইল ফোনে শান্তার পরিবারকে জানান।
আটক অ্যাম্বুলেন্স চালক জিয়াউল ইসলাম বাংলানিউজকে জানান, প্রেমিক নাজমুল ও তার কথিত ভাবী সোমবার দুপুর ২টায় সাভারের এনাম মেডিকেলের সামনে মৃতদেহটি নিয়ে তার অ্যাম্বুলেন্সে ওঠে। এরপর তারা মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হন। পরে ওই ভাবী পথিমধ্যে কেরানীগঞ্জ কদমতলী নেমে যান।
কলেজছাত্রী শান্তার স্বজন সাইফুল বিন সামাদ শুভ্র বাংলানিউজকে জানান, শান্তাকে অপহরণের পর নাজমুল ঢাকার সাভার এলাকায় আত্মগোপন করেন। এরপর বিয়ে করতে অস্বীকৃতি জানালে নাজমুল শ্বাসরুদ্ধ করে হত্যার পর আত্মহত্যার প্রচারণা চালিয়ে অ্যাম্বুলেন্সযোগে লাশ পাঠিয়ে পালিয়েছেন।
তিনি আরও জানান, কলেজছাত্রী আফরোজা আক্তার শান্তার বিয়ের দিন ঠিক করা হয়েছিল আগামী ২০ জুন। তা জানতে পেরেই কৌশলে নাজমুল হাসান শান্তাকে অপহরণ করে নিয়ে যান।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালক জিয়াউল ইসলাম ও আলী আহাম্মদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আলী আহাম্মদ এজাহারভুক্ত আসামি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিষপানের আলামতও রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কলেজছাত্রীর বাবা আসাদুল্লাহ মাদবর বাদী হয়ে অপহরণের পর হত্যার অভিযোগে ৩ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে সদর থানায় মামলা করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply