ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুরচর গ্রাম থেকে বুধবার ভোরে একটি ট্রাকসহ ১২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে নেত্রকোনার শফিকুল ইসলাম (২৫), মো: খায়রুল (১৯), রেজাউল ইসলাম (১৬), সুমন মিয়া (১৮), আব্দুস সাত্তার (২০), এখলাস মিয়া (১৮), মো: শহীদুল (১৯), মো: শামীম (৩০), রুবেল মিয়া (১৮), বাগেরহাটের সোহেল মিয়া (২৫), মাদারিপুরের কুদ্দুস মিয়া (৩০) ও কেরানীগঞ্জের আহমেদ হোসেন (৫০)।
সিরাজদিখান থানার ওসি আবুল বাসার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি উপজেলার মালখানগরে এসে পৌছালে কর্তব্যরত পুলিশ চেকিংয়ের জন্য ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। ট্রাকটি সিগনেল উপেক্ষা করে দ্রুত চালিয়ে যায়। এতে সন্দেহ হলে পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে ট্রাকটি আটকের জন্য ব্যারিকেট দেয়। পরে বালুরচর থেকে ১২ ডাকাতসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে চাপাতি, রশি, স্কচটেপসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যেই তারা সিরাজদিখানে এসেছিলো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
এর আগে গ্রামবাসী ডাকাত সন্দেহে ট্রাকটি ধাওয়া করে।
তবে কেরানীগঞ্জের আগানগর ভাই ভাই কনস্ট্রাকশনের মালিক খলিলুর রহমান বলেন, আটকৃতরা আমার শ্রমিক। তারা মঙ্গলবার রাতে আমার ফার্ম থেকে পাইলিংয়ের পাইন নিয়ে টঙ্গীবাড়িতে ডেলিভারি দিয়ে ফেরার পথে তারা সিরাজদিখানে ঘটনাক্রমে পরিস্থিতির শিকার হন। সিরাজদিথান থানায় গতকাল তাদের ছাড়াতে এসে তিনি আরো বলেন, এরা কেউ ডাকাত নয়।
==============
সিরাজদীখানে ট্রাকসহ ১২ ‘ডাকাত’ আটক
সিরাজদীখান থানার ওসি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বুধবার একটি ট্রাকসহ সন্দেহভাজন ১২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নেত্রকোনার শফিকুল ইসলাম (২৫), মো. খায়রুল (১৯), রেজাউল ইসলাম (১৬), সুমন মিয়া (১৮), আব্দুস সাত্তার (২০), এখলাস মিয়া (১৮), মো. শহীদুল (১৯), মো. শামীম (৩০), রুবেল মিয়া (১৮), বাগেরহাটের সোহেল মিয়া (২৫), মাদারীপুরের কুদ্দুস মিয়া (৩০) ও কেরানীগঞ্জের আহমেদ হোসেন (৫০)।
পুলিশ জানিয়েছে, ভোর রাত ৪টার দিকে সিরাজদীখান উপজেলার বালুরচর গ্রামে গ্রামবাসী ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে ওই ১২জনকে আটক করে। পরে তাদের থানায় আনা হয়।
সিরাজদীখান থানার ওসি আবুল বাসার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সমকাল
=================
মুন্সীগঞ্জে ট্রাকসহ ১২ ডাকাত আটক
জেলার সিরাজদিখানে বুধবার ভোরে একটি ট্রাকসহ সন্দেহভাজন ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ওই ট্রাকটি জব্দ করা হয়।
তারা হলো- নেত্রকোনার শফিকুল ইসলাম (২৫), মো. খায়রুল (১৯), রেজাউল ইসলাম (১৬), সুমন মিয়া (১৮), আব্দুস সাত্তার (২০), এখলাস মিয়া (১৮), মো. শহীদুল (১৯), মো. শামীম (৩০), রুবেল মিয়া (১৮), বাগেরহাটের সোহেল মিয়া (২৫), মাদারীপুরের কুদ্দুস মিয়া (৩০) ও কেরানীগঞ্জের আহমেদ হোসেন (৫০)।
সিরাজদিখান উপজেলার বালুরচর গ্রাম থেকে বুধবার ভোর ৪টার দিকে পুলিশ ট্রাকসহ ডাকাত সন্দেহে ওই ১২ জনকে আটক করে। এর আগে গ্রামবাসী ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে ট্রাকটি আটকায়। পরে পুলিশে খবর দিলে ট্রাকে থাকা ১২ জনকে ডাকাত সন্দেহে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ১২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
দ্য রিপোর্ট
======
Leave a Reply