বাল্যবিয়ে প্রতিরোধে মুন্সীগঞ্জে মানববন্ধন

manovপ্রায় আধঘণ্টার মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেয়। বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে মুন্সীগঞ্জ শহরে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বেলা ১২টার দিকে শহরের পুরাতন কাচারী এলাকায় জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

প্রায় আধঘণ্টার এ মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম ফরিদা আহমেদ রুনী, সমন্বয়কারী মো. কামরুজ্জামান, মিনা রহমান, আমিনা বেগম এবং আকলিমা বেগম প্রমুখ।

সমকাল

Leave a Reply