সিরাজদিখানে রিংকু শীল নিহতের ঘটনায় সাইফুল ৩ দিনের রিমান্ডে

remandমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখের নগর বাজার সংলগ্ন এলাকায় ৫ বাড়িতে ডাকাতিকালে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে রিংকু শীল (১৮) নিহতের ঘটনায় এক ডাকাত সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই ডাকাতির ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে।

গেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম, থান্দু ও আব্দুল মালেক। গত ৯ জুন সোমবার রাত সাড়ে ৩টার দিকে ডাকাতিকালে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিতে রিংকু শীল নিহত হয়। এ ঘটনার ডাকাত সদস্য সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার দুপুরে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার এবিনিউজকে জানান, ডাকাত সদস্য সাইফুল ইসলামের কাছ থেকে ডাকাতির ঘটনা ও রিংকু শীল নিহতের সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

এবিনিউজ

Leave a Reply