মাওয়ায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে

oggenদক্ষিণাঞ্চলের ২১ জেলার করিডোর মাওয়া-কাওরাকান্দি নৌরুটে অজ্ঞান পার্টির তৎপরতা আবারও বেড়েছে। কাওড়াকান্দি ফেরিঘাট থেকে অচেতন এক ফেরি যাত্রীকে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধারের ৬ দিন পর তার জ্ঞান ফিরে আসার পর শনিবার দুপুরে পরিবারের কাছে ফিরে গেছে।

পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলের করিডোর খ্যাত রুটটিতে ১৬ টি ফেরি, ৮৭ টি লঞ্চ ও ৫ শতাধিক ট্রলার দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সোমবার গভীর রাতে মাওয়া থেকে ছেড়ে আসা কিশোরী ফেরি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৪৫) কাওড়াকান্দি ঘাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শিবচর থানার এস আই আমির হোসেন ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নিজ খরচে চিকিৎসা করান। ৬ দিন অতিবাহিত হওয়ার পর শনিবার সকালে তার জ্ঞান ফিরে আসলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। সে রাজৈরের ইশিবপুর ইউনিয়নের নুন্দি গ্রামে মৃত হাশেম মোল্লার ছেলে পান্নু মোল্লাহ। তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ৫ হাজার টাকা ও মালামাল নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

শিবচর থানার এসআই আমির হোসেন বলেন, ৬ দিন পর পান্নুর পরিচয় পাওয়া গেলে স্বজনরা এসে শনিবার দুপুরে নিয়ে গেছে।

অর্থসূচক

Leave a Reply