মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় রোববার স্কুল ছাত্রীর হাত ধরে টানা হেচড়া ও পরিধেয় ওড়না কেড়ে নিয়েছে এক বখাটে। দুপুর দেড়টার দিকে ভবেরচর ওয়াজের আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
এ সময় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ফাতেমা-তুজ-জেনী (১৪) প্রথম সাময়িক গনিত বিষয়ের পরীক্ষা দিতে স্কুলে আসছিল।
গজারিয়া থানার এসআই মিন্টু মোল্লা জানান, বিকেল ৪ টার দিকে স্কুল ছাত্রীর বাবা নিজে গজারিয়া থানায় বখাটে মো: রানা পাঠানের (১৭) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ বখাটের বাড়িতে তল্লাসি করে তাকে খুঁজে পায়নি। স্কুল ছাত্রী ফাতেমা গজারিয়ার হোগলাকান্দি গ্রামের জহিরুল ইসলাম বেপারীর মেয়ে।
বখাটে রানা পাঠান একই গ্রামের জহিরুল পাঠানের ছেলে। ঘটনার পর বখাটে রানা গ্রাম ছেড়ে পালিয়েছে বলে দাবী করে পুলিশ।
বিডি টুয়েন্টিফোর
Leave a Reply