দু’ বাংলার মিলন মেলার প্রস্তুতি

বাংলাদেশের মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরের সাথে ভারতের কলকাতায় বসবাসরত বিক্রমপুরের বাসিন্দাদের মিলন মেলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে এই লক্ষে কলতার কালীঘাট বিশ্ব নাথ ঘোষ বিষ্ণু বাসভবনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে । দুই বাংলার মিলন মেলার বিষয়ে এই যৌথ সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মুন্সীগঞ্জ বিক্রমপুর ফ্রেন্ডসিপ ওয়েল ফেয়ার সোসাইটি সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু।

ভারত বিক্রমপুর ফ্রেন্ডসিপ ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি চির রঞ্জন দত্তের সভাপতিত্বে জ্ঞান রঞ্জন দত্ত ও সুমিত্রা চক্রবর্তীসহ দু’বাংলার নেতৃবৃন্দ এই সভায় অংশ নেন। সভার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে ২০১৫ সালের ডিসেম্বরে কলকাতায় বড় আকারে দু’ বাংলার মিলন মেলার আয়োজন করা হবে। সে দু’ বাংলার সাংস্কৃতিক মেল বন্ধণে নানা আকর্ষনীয় আয়োজন থাকবে। সেই লক্ষে বেশ কিছু যৌথ সিদ্ধান্ত গৃহিত হয় বলে বাংলাদেশের প্রতিনিধি জাহাঙ্গীর সরকার মন্টু সন্ধ্যায় মোবাইল ফোনে জানিয়েছেন।

স্বদেশ

Leave a Reply