এ তথ্য নিশ্চিত করেছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া। মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে প্রথম ও দ্বিতীয় কার্যকরী সদস্য পদ পেয়েছেন ‘৭৫-এ বঙ্গবন্ধুর প্রধান দেহরক্ষী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।
সম্প্রতি জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিনকে সভাপতি ও সাইদুর রহমান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের শহর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে মহিউদ্দিন ও মৃনাল কান্তিকে পূর্ণাঙ্গ কমিটির প্রথম ও দ্বিতীয় কার্যকরী সদস্য পদে রাখার সত্যতা নিশ্চিত করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, গেল বছর জেলা শিল্পকলা একাডেমিতে সম্মেলনের মধ্য দিয়ে শহর আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটিতে জমা দেওয়া হলে সম্প্রতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান তা অনুমোদন করেন।
সমকাল
Leave a Reply