তাপদাহে ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ

diariaতাপদাহের কারণে মুন্সীগঞ্জ সদরের নয় ইউনিয়ন ও দুটি পৌরসভায় ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে ডায়রিয়া ও ভাইসার জ্বরে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু।

ইতোমধ্যেই ১০০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে সহস্রাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসাধীন আছেন আরও অন্তত ৭০ জন। এ ছাড়া জরুরি বিভাগে প্রতিদিন আরও শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে অভিযোগ উঠেছে, রোগীরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ পাচ্ছেন না। তবে হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. নিজামউদ্দিন হেলাল দাবি করেন, অভিযোগটি সঠিক নয়। তিনি বলেন, রোগীদের পর্যাপ্ত পরিমাণেই ডায়রিয়ার স্যালাইন ও অন্যান্য ওষুধ সরবরাহ করা হচ্ছে।
diaria
জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুল করিম জানান, আগে হাসপাতাল থেকে প্রতিদিন এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ প্যারাসিটামল দেওয়া হতো রোগীদের। ভাইরাস জ্বরের প্রকোপে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার প্যারাসিটামল ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।

দ্য রিপোর্ট

Leave a Reply