মুন্সীগঞ্জে ঘন ঘন ডাকাতির কারণে মানুষের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ডাকাতির ঘটনায় শুধু সম্পদ লুটপাট হচ্ছে না, আশঙ্কাজনক হারে হতাহতের ঘটনা বাড়ছে। ডাকাতের হাত থেকে রক্ষায় গ্রামে গ্রামে রাত জেগে পাহারা বসানো হয়েছে। অধিকাংশ ডাকাতির ঘটনায় থানায় মামলা নেয় হয় না।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা মিলনায়তনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উঠে আসে। সভায় ডাকাতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার, এডিএম একেএম শওকত আলম মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান আলহাজ মমিন আলী, টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক তানভীর হাসান, পল্লী বিদুতের জিএম মো. মাহবুব রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, ক্যাব সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, রাজনীতিক তোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ। সভায় মাদকের আগ্রাসন, জঙ্গীবাদ, সন্ত্রাস, ফরমালিন, বালু উত্তোলন, যানজট, কলেজ ছাত্রী শান্তা হত্যা মামলা, বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি, পানি ও বিদ্যুত সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেন, চুরি-ডাকাতির ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করার মত। এই পরিস্হিতি থেকে পরিত্রানের জন্য পুলিশকে যথাযথ দায়িত্ব পালনে উপর গুরুত্বারোপ করেন এবং এব্যাপারে জনসাধারণকেও সহযোগিতার অনুরোধ জানান। ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন, “ডাকাতি যে ভাবে ঘটছে তা আতঙ্কিত হওয়ার মতই, তবে আমরা সাধ্যমত সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।” ডাকাতি রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশী দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
স্বদেশ
Leave a Reply