পাবলিক সার্ভিস ডে উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের ন্যাশনাল ওয়েব পেইজ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে বাতায়নের মাধ্যমে প্রত্যক্ষ করেছেন মুন্সীগঞ্জের সুশীল সমাজ ও প্রশাসনের কর্মকর্তারা।দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বাতায়নের মাধ্যমে জয়ের ওই উদ্বোধনী অনুষ্ঠান প্রত্যক্ষ করেন সবাই।
এ জন্য সোমবার বেলা ১১ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাগন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সওদাগর মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম, জেলার সিভিল সার্জন ড. কাজী শরীফুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবীর, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী দীপু প্রমুখ।
বিডিটুয়েন্টিফোর
Leave a Reply