ইয়াবাসহ ২ যুবক আটক

yabaজেলার সদর উপজেলার রামগোপালপুর ও মুক্তারপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মো. সুজন (২৭) ও শহর আলী (২৮)।

সুজনকে রামগোপালপুর এলাকার তার শ্বশুর আবুল হোসেনের বাড়ি থেকে শুক্রবার ভোরে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে মুক্তারপুর এলাকা থেকে ৪৫ পিস ইয়াবাসহ শহর আলী (২৮) নামে আরও এক যুবককে আটক করে পুলিশ।

মুক্তারপুর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, শুক্রবার দুপুরে আটকদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply