লৌহজংয়ে জমির ন্যায্যমূল্যের দাবীতে সভা

wasaaজেলা প্রশাসনের ৭ ধারা নোটিশ
ঢাকা ওয়াসার (যশলদিয়া) পদ্মা পানি শোধনাগার প্রকল্পে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ৭ ধারা জমির নোটিশের ন্যায্যমূল্যেও দাবীতে লৌহজংয়ে সভা করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা। শুক্রবার বিকেলে উপজেলার ৬৮ নং উত্তর যশলদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় ৭টি মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এ সভার আয়োজন করে। এ সময় বক্তারা উপজেলার কান্দিপাড়া, যশলদিয়া, উত্তর মেদিনীমন্ডল, কোলাপাড়া, ফুলকুচি, বিল কানিয়ানী ও দামলা মৌজার ৭ ধারা নোটিশে অধিগ্রহণকৃত জমি ও অবকাঠামোর ন্যায্যমূল্যের জোর দাবী জানায়।

ঢাকা ওয়াসার পানি শোধনাগার প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবার কল্যাণ সমিতির আহবায়ক মঞ্জুরুল হোসেন পান্তু মাজীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্থ জমি মালিক বিসিবির সাবেক পরিচালক ও অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, মেদিনীমন্ডল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন খান, মো: আবুল হাসেম খান, মো: সোলায়মান, সুলতান খান, হাজী দেলোয়ার হোসেন, উজ্জ্বল ঢালী, দোলোয়ার বেপারী, আব্দুল জাব্বার মাতবর, গাজী আবু সাইদ, মহিউদ্দিন বেপারী প্রমুখ ।

বার্তা২৪

Leave a Reply