গজারিয়ায় মহিলা ইউপি মেম্বারকে লাঞ্চিত

hamla4মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের সংরক্ষিত আসনের (৭ , ৮ ও ৯) ওয়ার্ডের মহিলা মেম্বার রেহানা বেগমের (স্বামী- ইয়াদ আলী) উপর শারিরীক ভাবে লাঞ্চিত করে ওয়ায়দুল হকসহ আরো ৪/৫জন সন্ত্রাসী।

শনিবার ০২ টার দিকে আড়ালিয়া তার নিজ বাড়ীতে ওয়ায়দুল হকসহ তার ভাড়াটিয়ে সন্ত্রাসীরা স্থানীয় শালিসীর জের ধরিয়া তার উপর হামলা চালালে তার বাড়ীঘর ভাংচুর করে এবং রেহেনা বেগম মারধর করে। রক্তাক্ত অবস্থায় রেহেনা বেগম সোনার গাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রেহানা বেগমের ভাই মোঃ ফারুক মিয়া বাদী হয়ে গজারিয়া থানায় একটি ৪জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস হোসেন বলেন, অভিযোগ পেয়েছি এবং এই বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারে বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আহব্বান জানান।

এফএনএস

Leave a Reply