৫ গ্রামের মুসল্লিরা শনিবার থেকেই রোজা রেখেছেন

rojaমুন্সীগঞ্জ সদরের ৫ গ্রামের শতাধিক পরিবারের মুসল্লিরা শনিবার প্রথম রোজা পালন করছেন। শুক্রবার রাতে স্থানীয় মসজিদে মসজিদে মুসল্লিরা তারাবিহ নামাজ আদায় করেন। দিবাগত রাতে সেহরী খেয়ে শনিবার প্রথম রোজা রেখেছেন।

সরেজমিনে সদর উপজেলার চরাঞ্চল আধারা, ছোট মোল্লাকান্দি, আনন্দপুর, ঢালীকান্দি ও রাজারচর গ্রামের মুসল্লিরা শনিবার থেকে রোজা পালন করছেন।

ওই মুসল্লিরা চাঁদপুরের গোল টুপি পীরের মুরিদ ভক্ত। মোল্লাকান্দির বাসিন্দা মো: ওয়াহিদ জানান, বরাবরই চাঁদপুরের গোলটুপি পীরের ভক্তরা একদিন আগেই রোজা ও পবিত্র ঈদ উৎসব পালন করে আসছেন।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply