ক্রাউন্ড সিমেন্টের লড়ি খাদে : আহত ৩

crowntruckdownমুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাটাভোগ এলাকায় ক্রাউন্ড সিমেন্টের একটি লড়ি উল্টে খাদে পরে কমপক্ষে ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছনবাড়ী চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ছনবাড়ী চৌরাস্তা সংলগ্ন পাটাভোগ এলাকায় ক্রাউন্ড সিমেন্টের একটি লড়ি উল্টে খাদে পরে যায়। এসময় লড়িতে থাকা চালকসহ ৬ জনের মধ্যে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের শ্রীনগর স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ১ জনকে ভর্তি করা হয়েছে।
crowntruckdown
পাটাভোগ এলাকার নজরুল ইসলাম বলেন, একটি ইঞ্জিন চালিত টলারকে সাইট দিতে গিয়ে ক্রাউন্ড সিমেন্টের ওই লড়ি উল্টে খাদে পরে এই হতাহতের ঘটনা ঘটে। আহতরা সবাই ক্রাউন্ড সিমেন্টের গাড়ীতে ছিল। এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা এবিনিউজকে নিশ্চিত করেছেন।

এবিনিউজ

Leave a Reply