মাওয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে সাংবাদিক ও ব্যবসায়ী

ogganদক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া কাওড়াকান্দি নৌরুটে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লৌহজং উপজেলার মাওয়া ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দৈনিক খুলনার খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সুমন ও খুলনার মোবাইল ব্যবসায়ী মোঃ খায়রুজজ্জামান তারা ঢাকা খুলনা মহাসড়কের মাওয়া ফেরীঘাট হয়ে মাওয়া কাওড়াকান্দি নৌরুটের একটি লঞ্চে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন।

মাওয়া ঘাট লঞ্চে উঠতেই অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সর্বস্ব লুটের চেষ্টা চালায় ।এ সময় সহযাত্রীরা এগিয়ে আসায় তাদের কোন মালামাল খোয়া যায়নি বলে জানা যায়। এক পর্যায়ে তাদেরকে দ্রুত শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।

ঘটনাস্থলে প্রতর্ক্ষদর্শী খুলনা ব্যবসায়ী সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রাশিদুল আলম জানান, পধিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে সর্বস্ব লুটের চেষ্টা চালায় । এ সময় সহযাত্রীরা এগিয়ে আসলে তিনি দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পান ।

খবর পেয়ে মাওয়া ঘাট এলাকার মেদিনীমন্ডল ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন খানের লোকজন চিকিৎসার জন্য ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করে ।

এদিকে মাওয়া ঘাটে ফেরি ও লঞ্চ চলতে স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী ও যানবাহন কম থাকায় নিয়মিত চলাচলকারী লঞ্চ ও ফেরিগুলো ছেড়ে যাচ্ছে বিলম্বে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি।

বার্তা২৪

Leave a Reply