ঈদকে সামনে রেখে গজারিয়ায় ডাকাতদের উৎপাত

dakatমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রায় প্রতি রাতেই ঘটছে ডাকাতির ঘটনা। জানাগেছে, ঈদকে সামনে রেখে গজারিয়া উপজেলার প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। রোজার প্রথম থেকে এপর্যন্ত প্রায় ৮-১০টি ডাকাতির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, প্রত্যেক বছর ঈদকে সামনে রেখে গজারিয়া উপজেলার প্রায় সব এলাকায় ডাকাতরা ডাকাতি করে মালামাল লুট করে নিয়ে যায়। আর যারা ডাকাতির কাজে বাধাঁ দেয় তাদের মারধর করে ও অনেক সময় বাধাঁদানকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে রেখে যায়।

এলাকাবাসী আরো জানায়, এবিষয় নিয়ে থানায় অভিযোগ দিলেও থানা পুলিশের কোনো অগ্রগতি দেখা যায়না।

অপরদিকে উপজেলার ভাটেরচর গত রবিবার দিনগত রাতে দুইটি বাড়ীতে ডাকাতি শেষে যাওয়ার সময় এলাকাবাসীর ধাওয়ায় ডাকাতরা ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার রেখে পালিয়ে যায়। পরে পুলিশ এসে ট্রলারটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফেরদাউস হোসেন অপকটে স্বীকার করে বলেন, আমরা ডাকাতির কর্মকান্ড রুধে পুলিশের টহল বাড়িয়েছি এবং ডাকাতরা যেন ডাকাতি না করতে পারে তার জন্য এলাকাবাসীকে সর্তক থাকাতে বলা হয়েছে ও ডাকাতদের খবর পাওয়ার সাথে সাথে থানায় খবর দিতে বলা হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply