মুন্সীগঞ্জ সদর উপজেলা সহ মোট ছয়টি উপজেলায় রয়েছে একটি করে সাব রেজিষ্ট্রার অফিস। এর মধ্যে একটি হলো লৌহজং উপজেলার সাব রেজিষ্ট্রার অফিস। আর ওই সাব রেজিষ্ট্রার অফিসের বেহাল দশা। জরাজীর্ণ এই ভবনটি বাইরে থেকে দেখে বুঝার কোন উপায় নেই এটাই সাব রেজিষ্ট্রার অফিস। জেলার ছয়টি উপজেলার মধ্যে লৌহজং উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসের সামনে এখন পানি আর ময়লা আবর্জনার বাগান। এর চার পাশে কোন লোকজন চলাফেরা করলে তারা মনে করবে এটি একটি পরিত্যাক্ত ভবন। সামান্য তম বৃষ্টি হলেই অফিসের মূল প্রবেশ করার রাস্তাটি ডুবে যায়। সংস্কারের অভাবে ভবনটি এখন ব্যাবহারের অনুপযোগি হয়ে পড়েছে। অথচ লৌহজং উপজেলায় এটি একটি অতি গুরুত্বপূর্ণ অফিস।
এখানে সর্ব শ্রেণীর মানুষের জায়গা সম্পত্তি রেজিষ্ট্রারী করা সহ বিভিন্ন প্রকার ফাইল পত্রাদি, নকল বহি ও দলিল দস্তাবেজ সংরক্ষণ করা হয়। অথচ, কমপক্ষে ৩ যুগেরও বেশ সময়ধরে মেরামতের কোন উদ্বেগ নেই এই সাব রেজিষ্ট্রার অফিসটির। যেখান থেকে প্রতিদিন সরকার বিপুল পরিমান রাজস্ব পায়। সেখানে সামান্য একটু বৃষ্টি হলেই পুরো অফিসটি বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে হয়েছে বিকল্প ব্যাবস্থা সব গুলো রুমেই উপরে দেয়া হয়েছে পলিথিন কাগজ এবং ফাইল পত্রাদি, নকল বই ও কাগজ পত্রাদি পলিথিন মোড়ানো অবস্থায় সর্বক্ষণ রাখা হয়। তার মূল কারণ কখন বৃষ্টি আসে। এ ভাবেই চলছে বছরের পর বছর। দেখার যেন কেউ নেই। সেখানে সরকার বিপুল পরিমান রাজস্ব পায় সেখানে কোন ফাইল, কাগজ পত্রাদি, নকল বই সংরক্ষণ করার ব্যবস্থা নেই।
এদিকে সাব রেজিষ্ট্রার অফিসের ভিতরেই দলিল লেখকদের বসার যায়গা সেখানেও তারা নিচে কাঠের পিড়ি বানিয়ে রেখেছে বৃষ্টির পানি প্রবেশ করলেই তাদের চেয়ার টেবিল যেন কাঠের পিড়ার উপর সহজেই উঠানো যায় তাই এই ব্যাবস্থা। মাথার উপরেতো পলিথিন আছেই। এই যেন জসিমদ্দিনের দেখা আসমানিদের বাড়ীর একটি অংশ বিশেষ। এর মধ্যেই বছরের পর বছর প্রয়োজনীয় জায়গা জমি বেচা-কেনা ও রেজিষ্টারের কাজ চলে আসছে। দলিল লেখক গোবিন্দ দাসের সাথে কথা বলে জানাযায়, এ ভাবেই ঝড় বৃষ্টির সাথে লড়াই করে আমরা দলিল লিখার কাজ করছি বছরের পর বছর। বৃষ্টির পানির কারণে অনেক গুরুত্ব পূর্ণ দলিল ও কাগজ পত্রাদি নষ্ট হয়ে যায়। অনেক সময় বৃষ্টির কারণে অফিসের কার্যক্রম বন্ধ রাখতে হয়। বৃষ্টি কমলে ফ্লোরের পানি সরিয়ে এর পর অফিস করতে হয়। এটা এখন নিত্য দিনের বেপার, অফিসে আসলে বৃষ্টির ভাব দেখলেই রেইন কোর্ট আর ছাতা নিয়ে বসতে হয়। অথচ, এর পাশেই রয়েছে লৌহজং সহকারী কমিশনারের (ভূমি) অফিস।
ঝকঝকে রং দেয়া সাজানো গুছানো অফিস। কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি লৌহজং সাব রেজিষ্ট্রার অফিসটির। অফিসটির চার দিকের নোংরা আবর্জনায় পরিবেশ আরও বেশি দোষনীয় করে তুলেছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালেকুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এর একটি বড় কারন রয়েছে পদ্মার নদীর ভাঙ্গন এলাকা হওয়ায় এবং অফিসটি ভাঙ্গনের কবলে পড়ায় যে কোন সময় অফিসটি সরিয়ে নিতে হতে পারে তাই সংস্কার কাজটি আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন বর্তমানে পদ্মা নদী শাসনের কাজ চলছে। নদী শাসনের কাজ সমাপ্ত হলেই এই সাব রেজিষ্ট্রার অফিসের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এবিনিউজ
Leave a Reply