পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিক উদ্ধার

mawacargo1মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মাটি ভর্তি ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মো. কাইউম জানান, বিকালে মাওয়ার অদূরের পদ্মার তীর থেকে নিখোঁজ পাঁচ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ৩৭ জন শ্রমিক নিয়ে মাওয়া ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৩২ জনকে উদ্ধার হলেও নিখোঁজ থাকেন পাঁচ শ্রমিক। উদ্ধার ৩২ শ্রমিকের মধ্যে আহত হন ১০ জন।

এদের মধ্যে মকদুম (৪৫), হাসিনুর (২৮), মনিরুল মাঝি (৪৫), মো. রঞ্জু (২৭) ও আনছারকে (৩০) শ্রীনগর উপজেলার ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া মহরমকে (৪৭) প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
mawacargo1
এএসআই কাইউম আরো জানান, বেলা ২টার দিকে জুবায়ের-মীম নামে একটি ট্রলার মাটি নিয়ে কেরানীগঞ্জের জাজিরা যাওয়ার পথে প্রচণ্ড ঘূর্ণাবর্তে মাওয়া সিবোট ঘাট বরাবর প্রায় ৩শ’ গজ দূরে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে মাওয়া ঘাট থেকে ২৫/৩০টি সিবোট ও ৮/১০টি ট্রলার গিয়ে শ্রমিকদের উদ্ধার করলেও নিখোঁজ থাকে পাঁচ জন।

বিডিনিউজ

Leave a Reply