শ্রীনগরে ড্রাম বিস্ফোরণে ঝালাই শ্রমিক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হোগলাগাঁওয়ে ড্রেজারের ড্রাম ঝালাই করতে গিয়ে বিস্ফোরণে মামুন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

মামুন ওই এলাকার ঝালাই দোকানের কর্মচারী। তিনি উপজেলার পাটাভোগ ইউনিয়নের নাগরবাগ গ্রামের আবু বক্করের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানান, সকালে গোয়ালগাঁওয়ে ড্রেজারের কাজে ব্যবহৃত মুখ বন্ধ একটি খালি ড্রাম ঝালাই করছিলেন মামুন। এসময় বিকট শব্দে ড্রামটি বিস্ফোরতি হলে মামুন গুরুতর আহত হন। এ অবস্থায় প্রথমে তাকে ষোলঘর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, ড্রামের মুখ বন্ধ থাকায় ভেতরে গ্যাসের সৃষ্টি হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জলিল বলেন, বিস্ফোরণে শ্রমিকের মৃত্যুর খবর কেউ আমাদের জানায়নি। পরে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি আমারা জানতে পেরেছি।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply