মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ২০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু

mawa5মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ২০ ঘণ্টা বন্ধ থাকার পর পূণরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে ৮ টি ডাম্ব ফেরি চলাচল করছে। মাওয়া পাড়ে তীব্র স্রোতের কারণে ওই নৌরুটে ফেরি চলাচলে কিছুটা বিলম্ব হচ্ছে। এতে উভয় ঘাটে দুপুর পর্যন্ত কমপক্ষে ৪/৫ সহস্রাধিক পন্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা জানান, আবহাওয়া অনুকূলে না থাকায় এবং তীব্র স্রোতের কারণে গতকাল মঙ্গলবার বিকেল ৩ টার পর থেকে মাওয়া-কাওড়াকন্দি নৌরুটে ৮ টি ডাম্ব ফেরি পারাপার সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। পরে আজ বুধবার সকাল ১১ টার সময় আবহাওয়া কিছুটা অনুকূলে আসলে পুণরায় ফেরি চলাচল শুরু হয়। মাওয়া পাড়ে তীব্র স্রোতের কারণে ডাম্ব ফেরি রায়পুরা দূর্ঘটনা এড়াতে কাওড়াকান্দি ঘাটে ফিরে আসতে বাধ্য হয়। এতে উভয় ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।

এবিনিউজ

Leave a Reply