দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ টি নতুন ফেরী চালু হচ্ছে

mawa23ঈদের সামনে ঘর মুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৩ টি নতুন ফেরী চালু হতে যাচ্ছে। নৌ-পরিবহন মন্ত্রনালয় ২১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে “চন্দ্র মল্লিকা, রজনীগন্ধা ও শাপলা-শালুক” নামে এ ৩ টি নতুন ফেরী নির্মান করেছে।

মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী এলাকাস্থ খান ব্রাদার্স শিপ-ইয়ার্ডে ইতোমধ্যে নতুন ৩ টি ফেরীর নির্মান কাজ শেষ করেছে।

বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের এপিএস মো: জাহাঙ্গীর মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কাল শুক্রবার সকালে দৌলদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদে ঘর মুখো মানুষের নির্বিঘœ যাত্রায় ফেরী ৩ টি সংযুক্ত হতে যাচ্ছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে নতুন এ ফেরী গুলো নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের উদ্বোধন করার কথা রয়েছে বলে দাবী করেন তিনি।

এদিকে, নব-নির্মিত ৩ টি ফেরীর মধ্যে রজনীগন্ধা ও শাপলা-শালুক নামে ২ টি ফেরী বৃহস্পতিবার দুপুরের মধ্যে দৌলদিয়া-পাটুরিয়া ফেরীঘাটে পৌছেছে।

এর আগে গত ৩ জুলাই গজারিয়ায় খান ব্রাদার্স শিপ-ইয়ার্ডে নতুন ৩ টি ফেরীর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সে সময় তিনি ১৮ জুলাই ফেরী ৩ টি নৌরুটে চালুর ঘোষনা দিয়েছিলেন।

বিডিটুয়েন্টিফোর

Leave a Reply