বিক্রমপুরের পত্র-পত্রিকা – এমদাদুল হক পলাশ

পত্র-পত্রিকা সমাজের দর্পণ। যে সমাজ থেকে যত বেশি পত্র-পত্রিকা প্রকাশিত হয় সে সমাজ তত উন্নত – অন্তত: শিক্ষার দিক থেকে বেশি অগ্রসর। মোঘল কিংবা নবাবী আমলে বিক্রমপুর থেকে কোন পত্র-পত্রিকা প্রকাশিত হত কিনা তা আমাদের জানা নেই।

তবে বৃটিশ আমলে বেশ কিছু পত্র-পত্রিকা প্রকাশিত হয়েছে। প্রাচীন বিক্রমপুরের পত্র-পত্রিকা বলতে আমরা বৃটিশ আমলের পত্রিকাগুলোকেই বুঝে থাকি।বিক্রমপুরের অতীত উজ্জ্বল। অতীতে অর্থাৎ বৃটিশ আমলে এই বিক্রমপুর থেকে অন্তত: এক ডজন পত্রিকা প্রকাশিত হত। আজকের দিনেও বিক্রমপুর তথা মুন্সীগঞ্জ জেলা থেকে প্রায় দেড় ডজন পত্রিকা প্রকাশিত হচ্ছে।

বৃটিশ আমলের পর পাকিস্তান আমলের দীর্ঘ ২৫ বছরে একমাত্র আ: হাকীম বিক্রমপুরী সাহেবের সম্পাদিত ‘গ্রামের কথা’ ছাড়া আর কোন পত্রিকা প্রকাশের খবর পাওয়া যায় না। অতীতে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে পল্লীবিজ্ঞান, বিক্রমপুর প্রকাশ, বিক্রমপুর, বিক্রমপুর বার্তাবহ, বাণী, পল্লীমঙ্গল, নবজীবন, শিশু, ঐরহফঁ ওহঃবষরমবহপবৎ, শক্তি, হিন্দু হিতৈষিণী, বিক্রমপুরপত্রিকা ইত্যাদি।১৮৮১ সালে ঢাকা থেকে মহিনচন্দ্রের সম্পাদনায় ‘বিক্রমপুর প্রকাশ’ (মাসিক) প্রকাশিত হয়। ‘বিক্রমপুরের ইতিহাস’ গ্রন্থ প্রণেতা জগন্নাথ কলেজের অধ্যাপক মূলচর নিবাসী বাবু যোগেন্দ্রনাথ গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হত ‘বিক্রমপুর’ নামে একটি মাসিক পত্রিকা। এটি ১৩২০ বঙ্গাব্দ থেকে ১৩২৪ বঙ্গাব্দ প্রকাশের পর বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লৌহজং থেকে পাল বাবুগণ ‘বিক্রমপুর’ নামেই আর একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকার সম্পাদক চন্দ্রবিনোদ পালচৌধুরী (১৮৬৭-১৮৯৮)। ‘বিক্রমপুর বার্তাবহ’ প্রকাশ করেন নারায়ণগঞ্জস্থ বিক্রমপুরবাসীগণ। ‘বাণী’ পত্রিকাটি সম্পাদনা করেন ‘বিক্রমপুর’ গ্রন্থ প্রণেতা বাবু হিমাংশু মোহন চট্টোপাধ্যায়। ‘পল্লীমঙ্গল’ পত্রিকাটি প্রকাশিত হয় কার্তিকপুর থেকে জ্ঞানরঞ্জন সেনগুপ্তের সম্পাদনায়। মালখানগরের ‘বসু’ পরিবার থেকে প্রকাশিত হত তিনটি পত্রিকা। ছোটদের জন্য সুনির্মল বসু সম্পাদনা করতেন ‘শিশু’ নামে একটি পত্রিকা। আর গিরিশ চন্দ্র বসু সম্পাদনা করতেন ঐরহফঁ ওহঃবষরমবহপবৎ ও শক্তি নামে দু’টি পত্রিকা। ঐরহফঁ ওহঃবষরমবহপবৎ প্রকাশিত হত সাপ্তাহিক হিসেবে। আর এটিই ছিল দুই বাংলার প্রথম ইংরেজী পত্রিকা।বুদ্ধদেব বসু মালখানগর বসু পরিবারের এক কৃতি সন্তান। তিনি বাংলা সাহিত্যের এক প্রথিত-যশা ব্যক্তিত্ব। আমার ভাবতে ভাল লাগে, বসু পরিবার থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে লেখা-লেখি করেই তিনি তার হাত পাকিয়েছেন। শক্তি পত্রিকায় ‘নবাব সিরাজউদ্দৌলাহ’ শীর্ষক একটি সংবাদ নিবন্ধ প্রকাশিত হয়।নবজীবন পত্রিকাটি সিরাজদিখান থানাধীন কাঁঠালতলী গ্রামের আ: আজীজ ভূঁইয়া প্রকাশ করতেন। তিনি ছিলেন নিখিল ভারত প্রোসেসসারবার কংগ্রেসের সভাপতি। প্রোসেসসারবারদের সমস্যাদি এই পত্রিকায় তুলে ধরা হত। এক কথায় পত্রিকাটি ছিল আদালতের পরোয়ানানবীশদের মুখপত্র।১৮৬৭ সালে ‘পল্লীবিজ্ঞান’ পত্রিকাটি প্রকাশিত হত জৈনসার গ্রাম থেকে। সম্ভবত পল্লী বিজ্ঞানই বিক্রমপুর হতে প্রথম প্রকাশিত পত্রিকা। এটি সম্পাদনা করেন জৈনসার স্কুলের শিক্ষক রাজমোহন চট্টোপাধ্যায়। ইনি খুব সম্ভবত জৈনসার গ্রামের পার্শ্বস্থ পশ্চিমপাড়া গ্রামের চাটুজ্জে পরিবারের সদস্য ছিলেন। এই চাটুজ্জে পরিবারের অন্যতম সদস্য কাশীকান্ত চট্টোপাধ্যায় ছিলেন উঁচু শ্রেণীর ব্্রাহ্মণ, হিন্দু সম্প্রদায়ের নেতৃন্থানীয় এবং ঢাকা জজ কোর্টের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তাঁর ও ঢাকার বিশিষ্ট হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ‘ধর্মরক্ষিণী সভা’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। সাপ্তাহিক ‘হিন্দু হিতৈষিণী’ পত্রিকাটি এই সংগঠনের মুখপত্র। ১৮৬৫ সালে হরিশচন্দ্র মিত্রের সম্পাদনায় এটি প্রকাশিত হয় ঢাকা থেকে। ব্রাহ্মধর্মের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্যই ধর্মরক্ষিণী সভা ও ‘হিন্দু হিতৈষিণী’ প্রতিষ্ঠা করা হয়।বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭৭ সালে এমদাদুল হক পলাশের সম্পাদনায় ‘মাসিক বিক্রমপুর’ নামে একটি পত্রিকা প্রকাশিত হয় ইছাপুরা গ্রাম থেকে। অনিয়মিতভাবে কয়েক বছর প্রকাশিত হবার পর ১৯৮০ সালে এটি সরকারী স্বীকৃতি লাভ করে অর্থাৎ ডিকলারেশন পায়। এরপর মোটামোটি নিয়মিতই বের হতে থাকে পত্রিকাটি। বিক্রমপুর কে.বি. কলেজের সাবেক অধ্যক্ষ আহসান উল্লাহ খান এই পত্রিকার অন্যতম উপদেষ্টা। তিনি পত্রিকার এক সংখ্যায় ‘মাসিক বিক্রমপুর বিষয়ে কিছুকথা’ শীর্ষক একটি প্রবন্ধ লিখেন। পাঠকের জ্ঞাতার্থে উক্ত প্রবন্ধের কিছু অংশ এখানে উদ্ধৃত হল –“ইছাপুরায় একটি প্রেস আছে । নাম বেদনা শান্তি প্রেস। ঔষধের লিফলেট এবং লিটারেচার ছাপার প্রয়োজনেই প্রেসটি স্থাপন করা হয়েছিল। প্রাচীন একখানি মেশিন, ততোধিক প্রাচীন টাইপসমূহ, সুধীর বা এই জাতীয় নামের একজন কম্পোজিটর এবং সর্বোপরি ইদ্রিস মিয়া ম্যানেজার। তার আলাদা চেয়ার-টেবিল আছে এবং চেয়ারের মাথায় ম্যানেজার শব্দটি বড়ো করে লেখা আছে। তিনি অর্ডার নেন, প্রুফ দেখেন, মালামাল কিনতে ঢাকা যান। মালিক (আবুল কাশেম মিয়া)-এর বিশ্বাসভাজন পাকা চুলের এই মধ্য বয়সী কর্মীই প্রকৃত পক্ষে প্রেস চালান। — এই বেদনা শান্তি প্রেস থেকেই ‘মাসিক বিক্রমপুর’ মুদ্রিত হয়ে আত্ম প্রকাশ করল। পত্রিকার মূল্য এক টাকা। বিভিন্ন বাজারে গিয়ে পত্রিকা বিক্রি করা হত তখন….। ইছাপুরা নামক একটি গ্রাম থেকে প্রকাশিত মাসিক বিক্রমপুর যে এতখানি পথ পরিক্রমা করবে তা কখনো ভাবিনি। কিছুদিন আগে পর্যন্ত বিক্রমপুরের একমাত্র পত্রিকা ছিল এইটি। …. ।”মাসিক বিক্রমপুর প্রকাশের কয়েক বছর পর ১৯৮১ সালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ থেকে ‘বিক্রমপুর বার্তা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। টেবলয়েড সাইজের এই পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে ডিকলারেশন লাভ করে।আজকের দিনে মুন্সীগঞ্জ-বিক্রমপুর থেকে প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে- দৈনিক মুন্সীগঞ্জের কাগজ, মুন্সীগঞ্জ সংবাদ (সাপ্তাহিক), কাগজের খবর (সাপ্তাহিক), বিক্রমপুর বার্তা (সাপ্তাহিক), মাসিক বিক্রমপুর, জমিন (দৈনিক মানবজমিন-মুন্সীগঞ্জের মুখপত্র), আমাদের বিক্রমপুর, আলোকিত বিক্রমপুর, বিক্রমপুর সংবাদ, বিক্রমপুর মুখশ্রী, বিক্রমপুর কণ্ঠ, বিক্রমপুর সাময়িকী, আজকের বিক্রমপুর, সাপ্তাহিক মুন্সীগঞ্জ, পাক্ষিক সত্য-প্রকাশ, চয়নিকা (অনিয়মিত), সাপ্তাহিক খবরের খেয়া, সাপ্তাহিক খোলা কাগজ, বিক্রমপুর চিত্র, পোড়াগঙ্গা ইত্যাদি।লেখক, গবেষক ও রাজনৈতিক নূহ-উল-আলম লেনিন সম্পাদনা করেন ত্রৈমাসিক ‘পথরেখা’। শ্রীনগর থেকে মুজিব রহমানের সম্পাদনায় ‘ঢেউ’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশিত হয়। সম্প্রতি অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের মুখপত্র হিসাবে ডিক্লারেশন নেয়া হয়েছে ‘অগ্রসর বিক্রমপুর’ নামে একটি ত্রৈমাসিক পত্রিকা যার সম্পাদক অধ্যাপক মো: শাহজাহান মিয়া।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply