ইসরাইলের হামলায় নারী ও শিশু নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধণ

gazaRaihanফিলিস্তিনির গাজা এলাকায় শিশু ও নারীসহ সাধারণ মুসলমানদের উপর ইসরাইলের একের পর এক বোমা হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধণ করেছে বিভিন্ন পেশার মানুষ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের শিল্পকলা একাডেমীর সামনের সড়কে এ মানববন্ধণ রচনা করা হয়। জাগ্রত মুন্সীগঞ্জের জন নের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধণ থেকে শিশু ও নারীসহ মুসলমানদের উপর ইসলাইলের বর্বর হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তপে কামনা করে তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিজাম হাসান রিগ্যানের উদ্যোগে এবং কাইয়ুম আহমেদ, শাওন গাজী, রায়হান আহমেদ ও সীমান্ত আহমেদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধণে বিভিন্ন পেশার মানুষ ও পথচারীরা অংশ নিয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া মুন্সীগঞ্জবাসী জানান, ফিলিস্তিনির গাজা এলাকায় একের পর এক বোমা হামলা চালিয়ে নারীসহ শত শত শিশু নিহত হওয়ার হওয়ার মর্মান্তিক দৃশ্য বিশ্ববাসীকে মর্মাহত করেছে। এই অবুঝ শিশুদের কি অপরাধ ? তারা জানান, যুদ্ধ বিরতী ঘোষনার ৬ ঘন্টা পর ফিলিস্তিনির গাজায় আবারও ইসরাইলের বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
gazaRaihan

Leave a Reply