যশোরে শ্রীনগরের ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

hjযশোরে মুন্সীগঞ্জের ব্যবসায়ী আতাহার হোসেনকে (৪০) কুপিয়ে সাড়ে নয় লাখ টাকা ও মোবাইলফোন সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেলে শহরের শঙ্করপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকার মোজাহার হোসেনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন আজাহার হোসেন জানান, বিকেল সোয়া তিনটার দিকে তারা তিনজন ইজিবাইকে চড়ে টার্মিনাল থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে শঙ্করপুর চাতালমোড়ে পৌঁছলে তিনটি মোটরসাইকেলে ৭/৮ জন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তাদের গতিরোধ করে।

পরে ছিনতাইকারীরা ব্যাগ ও মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে সাড়ে নয় লাখ টাকা ও একটি মোবাইল ফোন কেড়ে নেয়। মুন্সীগঞ্জ থেকে তিনি যশোরে পরিত্যক্ত জিনিসপত্র কিনতে এসেছিলেন।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহিদুল ইসলাম।

লনিউজ

Leave a Reply