মুন্সীগঞ্জের সিরাজদিখানের অধিকাংশ কৃষিজমি এখন পানির নীচে থাকায় কৃষকের তেমন কোন কাজ নেই। বর্ষার পানিতে ডুবে যাওয়া ইরি, পাট ও আমন ধানের জমিতে এখন শাপলার সমারোহ। এ সময়ে অনেক কৃষক জমি থেকে শাপলা তুলে বাজারে বিক্রি করছে। কোন পুঁজি ছাড়াই দুই শতাধিক কৃষক এবং বিভিন্ন বয়স ও শ্রেণী-পেশার মানুষ এখন শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে।
বুধবার সকালে সরেজমিনে সিরাজদিখান ঘুরে দেখা যায়, বর্ষায় ডুবে যাওয়া ইরি, পাট ও আমন ধানের জমিতে এখন শাপাল আর শাপলা। যে দিকে চোখ যায় সেদিকেই শাপলার সমারোহ। ইছামতি খালের বিলের পানিতেও শাপলা। তার ফুলের সৌন্দর্য মন কেড়ে নেয়। সাধারণত আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত এই এলাকার শাপলা সংগ্রহকারী কৃষকেরা ভোর বেলায় নৌকা নিয়ে ডুবে যাওয়া জমি ও বিলের মধ্যে ঘুরে ঘুরে শাপলা সংগ্রহ শুরু করে এবং শেষ করে দুপুরের দিকে।
নদী থেকে শাপলা সংগ্রহকারী মনির হোসেন জানান, এ সময়ে একেক জনে কমপক্ষে ৪০ থেকে সর্বোচ্চ ৭০ মোঠা (৭০ থেকে ৮০ পিস শাপলায় ১ মোঠা) শাপলা সংগ্রহ করতে পারে। পাইকাররা আবার এসব শাপলা সংগ্রহকারীর কাছ থেকে সংগ্রহ করে একত্রে করে।
উপজেলার রসুনিয়া গ্রামের পাইকার চান মিয়া জানান, শাপলা সংগ্রহকারীদের কাছ থেকে প্রতিদিন প্রায় দেড় হাজার থেকে দুই হাজার মোঠা শাপলা তিনি ক্রয় করে থাকেন। সংগ্রহকারীদের কাছ থেকে এক মোঠা শাপলা ১০ থেকে ১২ টাকা দরে ক্রয় করে। তারপর গাড়ি ভাড়া গড়ে ৩ টাকা, লেবার খরচ ১ টাকা, আড়তদাড়ি খরচ ২ টাকাসহ মোট ১৭ থেকে ২০ টাকা খরচ পড়ে। যাত্রাবাড়ি আড়তে এ শাপলা বিক্রি করে ২৫ থেকে ৩০ টাকা করে মোঠা। ৭০ থেকে ৮০টি শাপলার এই মোঠা খুচরা করে বিক্রি হয় ৫০ থেকে ৬০ টাকায়।
বার্তা২৪
লেখাটি পড়লাম, দৈনিক কালের কন্ঠে গত ১৩/০৭/১৪ তারিখে ‘শাপলা বেচে জীবিকা; শিরোনাসে আমার লেখাটির অনুরূপই মনে হলো
মাসুদ ভাই, হতে পারে। সোর্সোর নাম দেয়া আছে, দেখেছেন নিশ্চয়ই। ভালো থাকবেন।