দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়াঘাটে চলছে ঈদ বাণিজ্য। প্রকাশ্য দিবালোকে চলছে পুলিশের ব্যাপক চাঁদাবাজি। কোন গাড়ির চালক ঘুষ না দিলে ফেরিতে দীর্ঘ লাইনের কবলে পড়ছেন চালকরা। আবার মামলাও টুকে দেয়া হচ্ছে গাড়ির বিরুদ্ধে। এ অভিযোগ ভুক্তভোগী গাড়ির চালকদের।
তারা জানান, বাংলাদেশের সকল রোডেই আমাদের গাড়ি নিয়ে যাওয়া আসা করতে হয়। মাওয়াঘাটের ট্রাফিক পুলিশ-সার্জেন্টদের টাকা না দিলে সামান্য অজুহাতে এমন মামলা দিতে আর কোথাও দেখিনি। এইজন্য ঢাকা থেকে যাওয়া মালবাহী ট্রাকগুলো ভোলা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, মাদারীপুর গোপালগঞ্জ ও ফরিদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ২১ টি জেলার প্রতিদিন ৩ শতাধিক লোড আনলোড গাড়ির মধ্যে প্রায় অর্ধশত যানবাহন দৌলতদিয়া ঘাট দিয়ে পারাপার হচ্ছে।
মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামক পণ্যবাহী ট্রাকের ড্রাইভার আবদুর রব জানান, মাওয়া ঘাটে ট্রাফিক পুেিশর চাঁদাবাজির কারণে মাওয়াঘাট এড়িয়ে চলার চেষ্ট করি। কিন্তু উপায় না পেলে মাঝে-মধ্যে এ ঘাট দিয়ে এলে পুলিশের চাঁদাবাজির খপ্পরে পরে নি:স্ব হয়ে যাই।
মাওয়া ঘাটের যানবাহনের সিরিয়াল করার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মালবাহী ট্রাকগুলোর কাগজপত্র চেক করার নামে চাঁদা আদায় কছেন। নির্ধারিত পরিমাণের চাঁদা না পেলেই তারা মামলা যানবাহনের বিরুদ্ধে মামলা টুকে দিচ্ছেন।
এদিকে, রাত ৮টার পরের মাওয়া ঘাটে ট্রাফিক সদস্যদেও ডিউটি টলে অবৈধ চাঁদার টানে।
মাওয়া ছারজেন ইনচার্জ শাহাদাত হোসেন জানান ফেরিঘাটে মালবাহী গাড়ির ভিড় সামালাতে হিমশিম খেতে হয়। তবে চাঁদাবাজির ঘটনাটি অসত্য।
মুন্সীগঞ্জবার্তা
Leave a Reply