অবৈধভাবে বালু উত্তোলন ॥ বাজার, বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে

balu-2মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড়ে এবার অবৈধভাবে বালু উত্তোলন চলছে। অপরিকল্পিতভাবে দিন-রাত এই বালু উত্তোলনে হুমকির মুখে পড়েছে নদী তীরের বসতবাড়ি, কৃষি জমি ও বাজার। এতে নতুন চরপড়া এই এলাকার পরিবেশ বিপর্যসহ নতুন করে ভয়াভয় ভাঙ্গনেরও আশঙ্কা দেখা দিয়েছে। নদীভাঙ্গনে ক্ষত বিক্ষত দিঘিরপাড় বাজারের পশ্চিম পাশের পদ্মার শাখা নদীতে চলছে বালু লটের এই মহোৎসব। অভিযোগ রয়েছে-স্থানীয় ভূমি অফিসের সঙ্গে আঁতাত করে বিএনপির স্থানীয় নেতা মিজান খান এই বালু লুটের নেতৃত্ব দিচ্ছেন। রহস্যজনক কারণে এখানে প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে।

আতঙ্কিত গ্রামবাসীরা জানায়, অস্ত্রসহ র‌্যাবের হাতে আটক হয়েও ছাড়া পাওয়া এবং জাটকাসহ গ্রেফতার হয়ে জামিন পাওয়ার পর মিজান খানের দাপট যেন আরও বেড়ে গেছে। এমনভাবে বালু লুট করছে দেখার যেন কেউ নেই।

এ ব্যাপারে মিজান খানের সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। শুক্রবার বিকালে টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহেলা রহমতউল্লাহ বলেন, ‘দিঘিরপাড়ে বালু লুটপাটের বিষয়টি অবগত নই। এখনই তহসিলদার পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

জনকন্ঠ

Leave a Reply