ব.ম শামীম: বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ এর মতবিনিময় ও ইফতার পার্টি বৃহস্পতিবার টঙ্গীবাড়ী কাজী মার্কেটের কেএএফসি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এতে অন্যান্যর মধে উপস্থিত ছিলেন বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি খান আবু বকর সিদ্দিক (মানবজমিন), সহ-সভাপতি ব.ম শামীম (যুগান্তর), নবারুণ দাশগুপ্ত (ভোরের ডাক), সাধারণ সম্পাদক ডিএম বেলায়েত শাহিন (বিক্রমপুর চিত্র), যুগ্ন-সাধারণ সম্পাদক সেখ সোহাগ (মুন্সীগঞ্জের কাগজ), কোষাধ্যক্ষ মুজাফ্ফর হোসেন (দিনকাল), কার্যকরী সদস্য মোকসেদুল্লাহ ঢালী (একুশে বার্তা) প্রমূখ।
Leave a Reply