গজারিয়ায় পুলিশের উপর হামলা: আ’লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

mamlaমুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশের উপর হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় গজারিয়া থানায় আ’লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গজারিয়া আ’লীগের সহ-সভাপতি আমানউল্লাহ দেওয়ানকে প্রধান আসামী করা হয়েছে। গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও তার নেতাকর্মীদের উপর অতর্কৃত হামলা চালায় গজারিয়া আ’লীগের সহ-সভাপতি আমানউল্লাহ দেওয়ান ও তার সন্ত্রাসী বাহিনী। তখন দু-গ্রুপে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নিয়ন্ত্রন করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় আমানউল্লাহ দেওয়ানসহ তার লোকজন।

এঘটনায় গজারিয়া থানার এসআই আতাউর রহমান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের আরো
শতাধিক আ’লীগ কর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এব্যাপারে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদাউস হোসেন বলেন, পুলিশের কাজে বাঁধা ও
পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করা হয়েছে। এছাড়া তেতৈতলা গ্রামটিতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামে ছাত্রলীগ নেতা জুয়েল ও পুলিশের উপর হামলা চালায় আমানউল্লাহ বাহিনীর লোকজন ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায়। এঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।

যমুনা নিউজ

Leave a Reply