নির্বাচনী সহিংসতায় হামলা মামলা ভাংচুর যেন গজারিয়ায় নিত্য দিনের সঙ্গী হয়ে পড়েছে। পুলিশের কঠোর নজরদারীর মধ্যে দিয়েও ফের উত্তপ্ত হয়ে পড়েছে গজারিয়ার তেতৈতলা গ্রাম। গত শুক্রবার বিকাল ৪টায় তেতৈতলা গ্রামে আমান ও আল-আমিন গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে।
ঐ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিত নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায়। উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিহত সামছুদ্দিন চেয়ারম্যানের ভাতিজা আল-আমিন প্রধান জানান, বিএনপি’র লোকজন মিটিং থেকে বাহির হয়ে আমান ও লিটনের নেতৃত্বে আল-আমিন বাহিনীর উপর হামলা চালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। ঐ সময় রাব্বী (২০), ছাব্বির (২২), বিপ্লব (৩৫), দিদার (২৭) আহত হলে বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
তখন গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয় রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে স্থানীয়রা জানান। অন্যদিকে নিহত সামছুদ্দিন চেয়ারম্যানের মেয়ে তানিয়া অভিযোগ করে বলেন, গত ১০জুলাই এমনই এক হামলার প্রতিবাদে ১১ তারিখে থানায় মামলা করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে অভিযোগ লিখে আমাদের মামলা নেননি। রিটু প্রধান সামছুদ্দিন হত্যা মামলার আসামীরা জামিনে এসে প্রতিনিয়ত আমাদের উপর হামলা চালাচ্ছে।
এই সম্পর্কে গজারিয়া থানার এসআই আতাউর রহমান বলেন, ককটেল বিস্ফোরণ ঘটেছে, দুই গ্রুপের মধ্যে ইট পাথরের ঢিলাঢিলি হয়েছে। পুলিশ কোন গুলি ছুড়েনি। এই বিষয়ে গজারিয়ার থানার অফিসার ইনচার্জ এর সাথে সরাসরি কথা বলতে গেলে এই প্রতিবেদককে কৌশলে এড়িয়ে যান। এরপর ফোনে যোগযোগ করলে তিনি রিসিভ করেন নি। পরে ফোনের লাইন কেটেও দেন। বর্তমানে ঐ এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময়ে বড় ধরণের দূর্ঘটনার আশংখা করছে এলাকাবাসী।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply