মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীেেগর সভাপতি ও ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন প্রধানের হত্যা কারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। পাশাপাশি শুক্রবার পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরনের সাথে জড়িতদেরও বিচারের দাবী জানান তারা।
রবিবার দুপুরে গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামে কয়েকশ নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনকারীরা বলেন, গজারিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ও হত্যা মামলার আসামি আমানউল্লাহ দেওয়ান ও তার সন্ত্রাসী বাহিনীর জামিনে এসে বাদী পক্ষের লোকজনকে বিভিন্ন ভাবে হত্যার ও মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছে। সেই সুত্র ধরে শুক্রবার এখানে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করলে পুলিশের উপর হামলা চালায় আমানউল্লাহ দেওয়ান সহ তার লোকজন। তারা সামসুদ্দিন প্রধানের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী জানান।
মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply